পার্ক সার্কাসের নার্সিংহোমে ভর্তি রোগীর করোনা পজিটিভ, স্থানান্তরিত করা হল এম আর বাঙুরে

পার্ক সার্কাসের এক নার্সিংহোমে রোগীর শরীরে করোনা সংক্রমণ। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার রাতে অ্যাপোলো হাসপাতালের তরফ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে, তাতে ওই ৮০ বছরের ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ রয়েছে বলে উল্লেখ রয়েছে। হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রিপোর্ট পজিটিভ আসায় আইসিউতে থাকা রোগীকে এম আর বাঙুরে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে আইসিউতে যে চারজন রোগী ছিলেন তাদের অন্য আইসিউতে স্থানান্তরিত করা হয়। সিল করা হয়েছে হাসপাতালের ওই আইসিউকে। হোম আইসোলেশনে পাঠানো হয়েছে হাসপাতালের ৩ চিকিৎসক, ২ নার্স-সহ ৮ জনকে। ইতিমধ্যে হাসপাতলে সংক্রমণমুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। যেসব রোগী হাসপাতালে ভর্তি তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola