নয়াদিল্লি: দেশের অগ্রগন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা পেটিএম ভারতের সবচেয়ে বেশি আইপিও লঞ্চের পরিকল্পনা করছে। এই আইপিও-র মাধ্যমে চলতি বছরের শেষের দিকে ৩ বিলিয়ন ডলার অর্থসংগ্রহ কোম্পানির লক্ষ্য। আন্ট গ্রুপ, বার্কশায়ার হাথাওয়ে ও সফ্ট ব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশনের মতো লগ্নিকারীদের সমর্থন পেটিএমের পাশে রয়েছে। আগামী নভেম্বরে দিপাবলী উৎসবের মরশুমে এই আইপিও লঞ্চের জন্য স্টক এক্সচেঞ্চে তালিকাভুক্তকরণের পরিকল্পনা করেছে কোম্পানি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে পেটিএমের পক্ষে থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে কোম্পানি এই পাবলিক অফারিংয়ের ব্যাপারে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবে বলে জানা গেছে।
পরিকল্পনা অনুমোদিত হলে পেটিএমের প্রথম শেয়ার বিক্রয় হবে কোল ইন্ডিয়ার অফারিংয়ের থেকে অনেক বেশি, যা ২০১০-এ ছিল ১৫০ বিলিয়ন টাকার চেয়ে থেকে বেশি।
পেটিএমের আইপিএ পরিচালনার জন্য যে ব্যাঙ্কগুলি বাছাই করা হয়েছে, সেগুলির মধ্যে এগিয়ে রয়েছে মর্গ্যান স্ট্যানলি, সিটি গ্রুপ ইঙ্ক, জেপি মর্গ্যান চেজ অ্যান্ড কো মর্গ্যান স্ট্য়ানলি। সংবাদমাধ্যমে সূত্র উল্লেখ করে এ কথা জানানো হয়েছে। এই আইপিও-র মধ্যে থাকছে নতুন ও বর্তমান শেয়ার। নিয়ন্ত্রণ সংক্রান্ত বাধ্যবাধকতা মেনে চলার জন্যই এই পদক্ষেপ।
সিইও বিজয় শঙ্করের নেতৃত্বাধীন ডিজিটাল পেমেন্ট কোম্পানি রাজস্ব বৃদ্ধি ও গত কয়েক বছরে তাদের অন্যান্য অফারিংয়ের মানিটাইজিংর ওপর গুরুত্ব দিয়েছে। অনলাইন পেমেন্ট ওয়ালেট হিসেবে যাত্রা শুরু করেছিল পেটিএম। এখন তারা ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, আর্থিক পরিষেবা, সম্পদ ম্যানেজমেন্ট, ইউপিআই ও অন্যান্য পরিষেবার দিকে উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, ভারতে আরও অনেক ডিজিটাল পেমেন্ট কোম্পানি রয়েছে। কিন্তু এই কোম্পানিগুলির মধ্যে বাজারে অংশ সবচেয়ে বেশি পেটিএমের। পেটিএমের ২০ মিলিয়নের বেশি মার্চেন্ট পার্টনার রয়েছে। পেটিএমের ব্যবহার কারীরা ১.৪ বিলিয়ন মাসিক লেনদেন করে থাকেন। কোম্পানির ব্লগপোস্টে সাম্প্রতিক আপডেট থেকে এই তথ্য জানা গেছে।
দেশের সর্ববৃহৎ ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা পেটিএম ভারতের সবচেয়ে বেশি আইপিও লঞ্চের পরিকল্পনা করছে।