নয়াদিল্লি: সরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরই ফের গুগল প্লে-স্টোরে ফিরল পেটিএম অ্যাপ। গুগলের নীতি লঙ্ঘন করায় দেশের অন্যতম বৃহত্তম ই-ওয়ালেট অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশনকে শুক্রবার সরিয়ে দেয় দেওয়া হয় প্লে-স্টোর থেকে।
পরে, নিজেদের অ্যাপে থাকা সদ্য প্রকাশ পাওয়া অনলাইন গেমের থেকে 'ক্যাশব্যাক' অপশন প্রত্যাহার করে নেওয়ার পর প্লে-স্টোরে ফিরে আসে পেটিএম। এরপর, পেটিএম-এর তরফে ট্যুইট করে বলা হয়, আমরা ফিরে এসেছি।
শুক্রবার সকালে গুগল প্লে-স্টোর থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয় দেশের অন্যতম বৃহৎ ই-ওয়ালেট সংস্থা পেটিএম। নীতি লঙ্ঘন করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় গুগলের তরফে। যদিও, পেটিএম-এর দাবি, নতুন আপডেটের জন্যই সাময়িকভাবে তাদের অ্যাপ (অ্যাপলিকেশন) প্লে-স্টোর থেকে সরানো হয়েছে।
সরিয়ে দেওয়ার পরই শুক্রবার পেটিএম-এর তরফে সাফাই দিয়ে ট্যুইট করে জানানো হয়, প্রিয় পেটিএম ব্যবহারকারী, নতুন রূপে ডাউনলোড ও আপডেটের জন্য পেটিএম অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে-স্টোরে সাময়িকভাবে থাকছে না। খুব শীঘ্রই তা ফিরে আসবে। আপনার সমস্ত টাকা সুরক্ষিত রয়েছে। বর্তমান অ্যাপ নির্দ্বিধায় ব্য়বহার করুন।
অন্যদিকে, গুগলের অ্যান্ড্রয়েড প্রোডাক্ট সংক্রান্ত সিকিউরিটি ও প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুজান ফ্রে একটি ব্লগে জানান, আমরা কোনও প্রকার অনলাইন ক্যাসিনোকে অনুমতি দেব না বা এমন কোনও অনিয়ন্ত্রিত জুয়া অ্যাপলিকেশনকে সমর্থন করব না যারা ক্রীড়া বেটিংকে প্রচার করে।
তিনি বলেন, এই তালিকায় রয়েছে সেই সব অ্যাপ যেগুলি গ্রাহকদের কোনও তৃতীয় বা বহিরাগত ওয়েবসাইটে নিয়ে যায় এবং সেখানে গ্রাহকদের অর্থের বিনিময়ে চলা কোনও প্রতিযোগিতা অংশ নেওয়ার অনুমতি দেয় যার মাধ্যমে তাঁরা সেখানে নগদ উপার্জন করতে পারেন। এটা আমাদের নীতি ও আদর্শের পরিপন্থী।
নিজের ব্লগে পেটিএম-এর নাম উল্লেখ না করলেও, সুজান আরও বলেন, গ্রাহকদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করা আমাদের নীতি। যখন কোনও অ্যাপ সেই নীতি লঙ্ঘন করে, আমরা সেই সংশ্লিষ্ট নির্মাতাকে অবগত করি এবং অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে দিই, যতক্ষণ না সেই সংস্থা পুনরায় আমাদের নীতির মানছে।
তিনি যোগ করেন, কোনও অ্যাপ যদি বারংবার নীতি লঙ্ঘন করে, তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নিই এবং গুগল প্লে-স্টোর থেকে স্থায়ীভাবে ওই অ্যাপকে সরিয়ে দিই। আমাদের এই নীতি সকল ডেভেলপারজদের ক্ষেত্রে সর্বদা প্রযোজ্য।