মুম্বই: রিয়া চক্রবর্তীর সহকারী স্যামুয়েল মার্শাল মিরান্ডা সহ ৩ জনের জামিনের আবেদনের ওপর আজ বম্বে হাইকোর্টে শুনানি হওয়ার কথা। স্যামুয়েল ছাড়াও বিচারপতি সারাঙ্গ কোটওয়ালের বেঞ্চে সুশান্ত সিংহ রাজপুতের রাঁধুনী দীপেশ সাবন্ত এবং সন্দেহভাজন ড্রাগ পাচারকারী আবদুল বসিত পারিহারের জামিনের আবেদনের ওপর শুনানি হবে। ড্রাগ মামলায় এই তিনজনই এখন জেলে বন্দি রয়েছেন।

মুম্বইয়ের বিশেষ আদালত গত সপ্তাহে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক, দীপেশ সাবন্ত, স্যামুয়েল মিরান্ডা এবং জেইড ভিলাত্রা নামে আর একজনের জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর রিয়া ও তাঁর ভাই জামিনের আবেদন নিয়ে আর হাইকোর্টের দ্বারস্থ হননি।

অভিযোগ উঠেছে, সুশান্তের মৃত্যু রহস্যে ড্রাগের যোগসাজস রয়েছে। ইডির থেকে পাওয়া নির্দেশের জেরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি মামলার তদন্তে নেমেছে, অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করেছে তারা। তারা বলেছে, এমন বহু প্রমাণ আছে যাতে বোঝা যাচ্ছে, সুশান্তের মৃত্যুতে ড্রাগ নেওয়া আর জোগাড় করে আনার সম্পর্ক ছিল। এনসিবি দাবি করেছে, তাদের কাছে প্রমাণ রয়েছে, সুশান্তের রাঁধুনী দীপেশ সাবন্ত ড্রাগ জোগাড় করে আনতেন, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।