ওয়াশিংটন ডিসি: এবার থেকে আমেরিকার পেনসিলভ্যানিয়ায় (Pennsylvania) দীপাবলির (Diwali) দিন সরকারি ছুটি থাকবে, সর্বসম্মতভাবে বিল পাশ হল প্রদেশের সেনেটে (Senate)। স্টেট সেনেটর নিকিল সাভাল বিষয়টি ট্যুইটারে ঘোষণা করেছেন।পেনসিলভ্যানিয়ার সেনেটে ৫০-০ ভোটে বিলটি পাশ হয়ে যায়। ফলে এর পর আলোর উৎসবে রীতিমতো সরকারি নিয়ম মেনে ছুটি কাটাবে পেনসিলভ্যানিয়া।
কী জানা গেল?
পেনসিলভ্যানিয়া প্রদেশে প্রতি বছর বহু মানুষ দীপাবলি উদযাপন করেন। দীপাবলির দিন এভাবে সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়ে আসলে এই মার্কিন প্রদেশের ২ লক্ষ দক্ষিণ এশিয় বংশোদ্ভূত বাসিন্দাকে জনজীবনের মূলস্রোতে সামিল করার বার্তা দেওয়া হয়েছে। পেনসিলভ্যানিয়ার বহুত্ববাদী সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখেই এই বিল পাশ করা হয়েছে, বার্তা প্রশাসনের। যে কোনও সম্প্রদায়ের মানুষই যে পেনসিলভ্যানিয়ায় সমান ভাবে স্বাগত, সেটিই স্পষ্ট এই বার্তায়। তাৎপর্যপূর্ণভাবে নিউ ইর্য়কের সরকারি স্কুলেও দীপাবলিতে ছুটি দেওয়ার কথা ঘোষণা হয়েছে আগেই।
ছুটি নিউ ইয়র্কে...
গত বছর অক্টোবর মাসে এই সিদ্ধান্ত ঘোষণা করেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। নিউইয়র্কের অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার এবং নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কসকে সঙ্গে নিয়ে এই ঘোষণা করেন। নিউইয়র্কের সরকারি স্কুলে দীপাবলির ছুটি ঘোষণা করে তিনি শহরের সেই বিশাল জনগণকে বার্তা দিতে চান যাঁরা এই সময়টা উদযাপন করেন। পাশাপাশি তিনি বলেন, 'এটা একটা শিক্ষণীয় সময়। কারণ যখন আমরা দীপাবলিকে মান্যতা দিই। তখন আমরা শিশুদের দীপাবলির বিষয়ে জানতে উৎসাহ দিই। আমরা তাদের শেখাবে যে আলোর উৎসব কীভাবে পালন করা হয়। নিজেদের মধ্যে কীভাবে আলো জ্বালতে হয়।' তাঁর অফিস থেকে একটি টুইটও করা হয়েছে। নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রনধীর জয়সোয়াল এই সিদ্ধান্তের জন্য নিউইয়র্কের মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান, ভারতীয়-আমেরিকানদের তরফ থেকে এটা দীর্ঘদিনের দাবি ছিল। এই সিদ্ধান্তের ফলে নিউইয়র্কের বহুত্ববাদ অন্য একটি মাত্রা পায়। নিউইয়র্কের অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার বলেন, নিউইয়র্কে ২ লক্ষেরও বেশি হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বী থাকেন যাঁরা দীপাবলি পালন করেন। তাঁদের মান্যতা দেওয়ার সময় এসে গিয়েছে।' এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিউ ইয়র্কের মেয়রকে ধন্যবাদও জানান তিনি।
আরও পড়ুন:নামীদামি সংস্থার নাম তালিকায়, গুণমান পরীক্ষায় ব্য়র্থ নিত্য ব্যবহারের ৪৮টি ওষুধ