উঁচু জায়গায় থাকলে করোনা সংক্রমণের আশঙ্কা কম, বলছেন গবেষকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2020 11:40 AM (IST)
গবেষণায় আরও দেখা গিয়েছে, বলিভিয়ার নীচু জায়গায় যাঁরা থাকেন তাঁদের তুলনায় উঁচু জায়গায় যাঁরা থাকেন তাঁদের মধ্যে সংক্রমণের হার তিন গুণ বেশি। ইকুয়েডরে আবার এই পার্থক্য চার গুণ।
নয়াদিল্লি: যাঁরা পাহাড়ে থাকেন যাঁদের শরীরে করোনা সংক্রমণের আশঙ্কা সমতলে থাকা মানুষের থেকে কম। একদল গবেষক এমনই তথ্য পেয়েছেন। দক্ষিণ আমেরিকার বলিভিয়া ও ইকুয়েডরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উঁচুতে বসবাসকারীদের সঙ্গে সমতলে অবস্থিত মানুষের শরীরে করোনা সংক্রমণের তুলনা করেছেন তাঁরা। একই গবেষণা হয়েছে তিব্বতেও। দু’ক্ষেত্রেই দেখা গিয়েছে, যাঁরা উঁচুতে থাকেন তাঁদের শরীরে সংক্রমণের আশঙ্কা অন্যদের থেকে কম। গবেষণায় আরও দেখা গিয়েছে, বলিভিয়ার নীচু জায়গায় যাঁরা থাকেন তাঁদের তুলনায় উঁচু জায়গায় যাঁরা থাকেন তাঁদের মধ্যে সংক্রমণের হার তিন গুণ বেশি। ইকুয়েডরে আবার এই পার্থক্য চার গুণ।