কলকাতা: শিকাগোর দুর্গাপুজোয় এবার আরজি কর কাণ্ডের অভিনব প্রতিবাদ। উৎসবের সুরে মিলে গেল প্রতিবাদের সুর। কলকাতার ধর্মতলায় যখন দিনের পর দিন আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকেরা, তাঁদের পাশে থাকতে ও তিলোত্তমার বিচারের দাবিতে শিকাগোতে হল অভিনব প্রতিবাদ। মহাষ্টমীতে সাধারণত সবাই পুজোর সেরা পোশাকটাই বেছে নেন। শিকাগোর দুর্গাপুজোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। বাঙালিদের সংগঠন মিলে যে দুর্গাপুজোর আয়োজন করা হয়, সেখানে প্রত্যেকেই সব বছর পরে আসেন রঙিন পোশাক। তবে এই বছরের ছবিটা এক্কেবারে আলাদা। এই বছর মহাষ্টমীর দিন প্রত্যেকে পরে এসেছিলেন কালো পোশাক। তবে রঙিন ছিল এদিনের প্রতিবাদ। ব্রাজিল থেকে বিশেষভাবে তৈরি করে আনা হয়েছিল একটি কাঙ্গা বা সারঙ্গ। সেটিকেই হাতে করে তুলে ধরে রাখেন প্রতিবাদী পুরুষ ও মহিলারা। আন্দোলনের পুরোভাগে যদিও ছিলেন মহিলারাই। গোটা কাঙ্গা জুড়েই বিভিন্ন রঙে আঁকা হয়েছিল প্রতিবাদের ভাষা। কালো পোশাকের ওপর ঝলমলে রঙিন সেই কাঙ্গা যেন প্রতিবাদের ভাষাকেই আরও দৃপ্ত করে তুলেছে।
অন্যদিকে কলকাতার ধর্মতলায় দিনের পর দিন প্রাণ হাতে করে অনশন করে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই আগামীকাল কলকাতায় হবে উৎসবের কার্নিভাল। একইদিনে সিনিয়র চিকিৎসকেরা 'দ্রোহের কার্নিভাল'-এর আয়োজন করেছেন। অন্যদিকে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন এদিন তাঁরা শান্তিপূর্ণভাবে একটি মানববন্ধন করতে চান। সোমবার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেই দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্যাটপর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা।
রবিবার মুখ্যসচিবের ই-মেল...সোমবার স্বাস্থ্যভবনে বৈঠক...কিন্তু মঙ্গলবারের 'কার্নিভাল লড়াই' নিয়ে, রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাতের সমাপ্তি তো দূর, তা আরও জোরাল হল!
মঙ্গলবার রেড রোডে হবে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। সেদিনই রানি রাসমনি রোডে 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। রবিবার চিকিৎসকদের সংগঠনকে ই-মেল করে রাজ্য় সরকারের কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভালের কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যসচিবের পাঠানো ই-মেলে বলা হয়, কোনও নির্দিষ্ট অংশের দ্বারা কার্নিভালে বাধা দেওয়ার জন্য এই বিক্ষোভের অপব্যবহার করা হতে পারে। যার জেরে কার্নিভালে আসা দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে।
পাল্টা নিজেদের অবস্থানে অনড় থেকে মুখ্যসচিবের ইমেলের পরপরই বিবৃতি দিয়ে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স জানিয়ে দেয়, রাজ্য সরকারের কার্নিভাল বাতিল হোক সেটা যেমন তারা চান না, তেমনই গণতন্ত্র ও সংবিধান মেনে প্রতিবাদের অধিকারও তারা প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করতে চান। পাশাপাশি বলা হয়, তারা আইনের গণ্ডির মধ্যে থেকে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। সোমবার স্বাস্থ্যভবনের বৈঠকেও ওঠে কার্নিভাল প্রসঙ্গ। তবে মেলেনি কোনও সমাধান সূত্র। উল্টে মুখ্যসচিবের ডাকা বৈঠকে গিয়ে, তাঁকেই 'দ্রোহ কার্নিভালে' আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানো হয়েছে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকেও।
মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের তরফে আবার মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। শেষমুহূর্তে কার্নিভাল সংঘাত নতুন কোনও মোড় নেয় কি না, সেদিকেই সবার নজর।
আরও পড়ুন: Atul Parchure Death: মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত অভিনেতা অতুল পারচূড়ে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।