কলকাতা: অকালেই চলে গেলেন মরাঠি অভিনেতা অতুল পারচূড়ে (Atul Parchure Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। বেশ কয়েক বছর আগে তাঁর ক্যানসার ধরা পড়েছিল। ক্যানসারের চিকিৎসার পাশাপাশি কাজও করছিলেন তিনি। চিকিৎসার পরে তিনি ক্যানসারের থেকে পুরোপুরি সুস্থ হয়েও উঠেছিলেন বলে জানা যাচ্ছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি। তবে এই মৃত্যু বেশ আকস্মিক। 


আজ অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, আজই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অতুল পারচূড়ের মা, স্ত্রী ও কন্যা রয়েছেন। তাঁর পরিবারের তরফ থেকে কঠিন এই সময়ে তাঁদের একটু নিজেদের মতো ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাঁরা এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতে নেই বলেই জানিয়েছেন। অভিনেত্রী সুপ্রিয়া পিলগাওঁকর (Actor Supriya Pilgaonkar) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শোকপ্রকাশ করেছেন বন্ধুর মৃত্যু নিয়ে। তিনি লিখেছেন, 'প্রিয় বন্ধু, এমনটা তো হওয়ার কথা ছিল না। তুমি অনেকটা লড়াই করেছো। অনেকটা সহ্য় করেছো। তোমায় ভীষণ মিস করব। তোমার বোকার মতো হাসিটা মনে পড়বে ভীষণ। তোমার আত্মা শান্তি পাক আর তোমার পরিবার এই কঠিন সময়ে আরও শক্তি পাক।'


হিন্দি ও মরাঠি একাধিক ছবিতে অভিনয় করেছিলেন অতুল। তাঁকে দেখা গিয়েছে একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনেও। তাঁর করা 'ব্যান্ড-এইড'-এর বিজ্ঞাপন ভীষণ বিখ্যাত। অতুলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)- থেকে। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রথম নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন অতুল পারচূড়ে। লিভার ক্যানসার হয়েছিল তাঁদের। চিকিৎসা চলাকালীন কাজে ফিরতে পারছিলেন না তিনি। তবে ক্যানসারকে হারিয়ে তিনি সুস্থ জীবনেই ফিরে এসেছিলেন। শুরু করেছিলেন কাজও। তিনি কোনও হাসপাতালে ভর্তি ছিলেন বলেও এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি।


 






আরও পড়ুন: Salman Khan: হুমকি পেয়েছিলেন 'ভাইজান'-এর মতোই, বাবা সিদ্দিকির মৃত্যুতে কি নিরাপত্তা প্রশ্নের মুখে সলমনেরও?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।