কলকাতা: করোনাভাইরাসের বেশ কিছু লক্ষণের সঙ্গে আমরা পরিচিত। জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, মুখে স্বাদ না থাকা এমন অনেক কিছু করোনার লক্ষণ হিসেবে জানা গিয়েছে। আমার মুখের মধ্যে ফুসকুড়ি বার হলেও শোনা যাচ্ছে, তা করোনার কারণে ঘটতে পারে। আর এবার জানা গিয়েছে, টানা হেঁচকি উঠতে থাকলেও সাবধান হওয়া প্রয়োজন, কারণ তা থেকে কোভিড হতে পারে।

আমেরিকার জার্নাল অফ এমার্জেন্সি মেডিসিনে এ ব্যাপারে একটি রিপোর্ট বেরিয়েছে। তাতে বলা হয়েছে, শিকাগোর বাসিন্দা ৬২ বছরের এক রোগীর টানা ৪ দিন ধরে হেঁচকি উঠছিল। এরপর করোনা পরীক্ষা করা হলে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। কুক কাউন্টি হেলথের চিকিৎসকরা বলেছেন, শুরুর দিকে হেঁচকি ছাড়া জ্বর বা কাশির মত আর কোনও লক্ষণ ওই ব্যক্তির ছিল না। পরে শুরু হয় জ্বর কিন্তু সিটি স্ক্যান করে দেখা যায়, ফুসফুস ভালমত ফুলে গিয়েছে। এমনকী সেখান থেকে রক্তও বার হচ্ছিল। কিন্তু এর আগে কখনও তাঁর ফুসফুসে কোনও রকম সমস্যা হয়নি। তখন করোনা পরীক্ষা করে দেখা যায়, তিনি করোনা পজিটিভ।

চিকিৎসকদের মতে, ফুসফুসের সংক্রমণই ওই ব্যক্তির টানা হেঁচকির কারণ। তাঁরা জানিয়েছেন, সম্ভব এই প্রথম এমন ঘটনা দেখা গেল, যখন হেঁচকির জন্য কাউকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করতে হয়। তিনদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হন তিনি।

বিশেষজ্ঞদের বক্তব্য, যদি আপনার টানা ৪৮ ঘণ্টা হেঁচকি উঠতে থাকে, তবে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।