Petrol Diesel Price Update: আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু বেড়েছে অপরিশোধিত তেলের দাম। তা সত্ত্বেও প্রভাব পড়েনি দেশে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ায় জন্যই কি ভারতে আরও অগ্নিমূল্য হয়নি পেট্রল-ডিজেল ? 


Crude Price Hike: আপনি কি জানেন যে বিধানসভা নির্বাচন না হলে বর্তমান দামের তুলনায় পেট্রল ও ডিজেলের জন্য আরও বেশি খরচ করতে হত দেশবাসীকে। ১ ডিসেম্বর, ২০২১ থেকে ৩১ জানুয়ারি ২০২২-এর মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৮.০৯ ডলার অর্থাৎ ২৫.৩৬ শতাংশ বেড়েছে। এই সময় দেশের সরকারি তেল কোম্পানিগুলো যে বেঞ্চমার্কের ভিত্তিতে পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করে, সেই অনুযায়ী আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম ২৮.৭৩ শতাংশ ও ডিজেলের দাম ৩২.৭৭ শতাংশ বে়ড়েছে। সম্প্রতি সংসদে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে এমনই তথ্য দিয়েছে পেট্রেলিয়াম মন্ত্রক।


Petrol Diesel Price Update: ২ মাসে ১৮ ডলার বেড়েছে তেলের দাম 
সম্প্রতি অপরিশোধিত তেলের দাম নিয়ে রাজ্যসভায় জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি হাউসে বলেন, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে আগামী দু-মাসে আরও ১৮ ডলার দিয়ে অপরিশোধিত তেল কিনতে হবে। তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে পেট্রলের দাম ১ ডিসেম্বর ২০২১ তারিখে ব্যারেল প্রতি ৭৯.৫৫ ডলার থেকে ১০২.৪০ ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম ব্যারেল প্রতি ৭৮.৪৮ ডলার থেকে বেড়ে ১০৪.৬২ ডলারে দাঁড়িয়েছে। এই আন্তর্জাতিক মানদণ্ডের ওপর বিবেচনা করেই সরকারি তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করে।


Crude Price Hike: ২ মাসে পেট্রল ২৮%, ডিজেল ৩২% দামি !
এক ব্যারেল মানে ১৫৯ লিটার। আজকের দাম বলছে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে লিটার প্রতি পেট্রল কিনতে হবে ৪৮.৩০ টাকায়। যা ১ ডিসেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৩৭.৫২ টাকা। অর্থাৎ সরকারি তেল কোম্পানিগুলোকে এখন ২৮.৭৩ শতাংশ দামে পেট্রোল কিনতে হচ্ছে। একইভাবে, ডিজেল কেনার জন্য এখন প্রতি লিটারে ৪৯.৩৪ টাকা দিতে হবে, যা ১ ডিসেম্বর ২০২১-এ প্রতি লিটারে ৩৭.১৬ টাকা দেওয়া হচ্ছিল। অর্থাৎ ৩২.৭৭ শতাংশ বেশি খরচ হচ্ছে ডিজেল কিনতে। আশ্চর্যের বিষয় হল, তা সত্ত্বেও পেট্রল-ডিজেলের দাম বাড়ায়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।


Petrol Diesel Price Update: অপরিশোধিত তেলের দামে বড় লাফ
রাজ্যসভার সাংসদ বিশম্ভর প্রসাদ নিশাদের এক প্রশ্নের উত্তরে পেট্রলিয়াম মন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। তেল উৎপাদনকারী ওপেক দেশগুলোর (OPEC countries) প্রত্যাশার চেয়ে কম উৎপাদনের কারণে দাম লাফিয়ে বাড়ছে। একইসঙ্গে করোনা মহামারীর আগ্রাসী সংক্রমণের পর অনকেটাই স্বাভাবিক হচ্ছে বিশ্ব। ফলে যানবাহনের জন্য তেলের চাহিদা বাড়ছে। তবে দেশে পর্যাপ্ত তেলের পরিশোধন ক্ষমতা রয়েছে। বর্তমানে দেশ পেট্রল ও ডিজেল আমদানির ওপর নির্ভরশীল নয়।


Petrol Diesel Price Update: চার মেট্রো শহরে পেট্রোল ডিজেলের দাম


আজ দিল্লিতে পেট্রল প্রতি লিটারে 95.41 টাকা ও ডিজেলের জন্য 86.67 টাকা দিতে হচ্ছে ক্রেতাকে। মুম্বইয়ের বাসিন্দাদের পেট্রোলের জন্য 109.98 টাকা ও ডিজেলের জন্য 94.14 টাকা প্রতি লিটার দিতে হচ্ছে। চেন্নাইতে পেট্রলের জন্য প্রতি লিটারে 101.40 টাকা ও ডিজেল 91.43 টাকায় পাওয়া যাচ্ছে। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 104.67 টাকা। সেখানে ডিজেলের জন্য 89.78 টাকা দিতে হচ্ছে মহানগরবাসীকে। একবার ভাবুন তো, নির্বাচন শেষ হওয়ার পর সরকারি তেল কোম্পানিগুলো তাদের লোকসান পুষিয়ে নিতে কী করবে ? সেই সময় পেট্রল-ডিজেলের দাম বাড়তে থাকলে দেশের মূদ্রাস্ফীতিরই বা কী হাল হবে ? সবথেকে বড় বিষয়, এই জাঁতাকলে পিষতে হবে আম-আদমিকে।