কলকাতা : "এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। এতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়।" পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।


প্রার্থী তালিকা নিয়ে শাসকদলে নজিরবিহীন বিক্ষোভ। কোথাও প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, তো কোথাও প্রার্থীপদ বাতিলের দাবিতে জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ, কোথাও আবার দল পরিবর্তনের হিড়িক পড়তে দেখা গেছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব মেদিনীপুর- রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে ক্ষোভের আঁচ। এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়।


আরও পড়ুন ; পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে অশান্তি, ফের ভাটপাড়ায় শ্যুটআউট


সেখানে তিনি বলেন, "প্রার্থী তালিকায় সই করেছি আমি ও সুব্রত বক্সী (Subrata Bakshi)। জেলা সভাপতিদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। মমতার উন্নয়নে সবাই সামিল হতে চাইছেন। কিন্তু প্রার্থী তো একজনই হন, সবাইকে প্রার্থী করা যায় না। দলের নেত্রী এক, প্রতীক এক, সবাই দলের পাশে দাঁড়ান। গতবারের থেকেও বেশি আসনে তৃণমূলকে জয়ী করতে হবে।"


এর পাশাপাশি কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাও জানিয়ে দেন তৃণমূল মহাসচিব। জানান,



  • হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়।

  • উত্তর ২৪ পরগনায় ভোটের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক।

  • দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস।

  • ফিরহাদ হাকিমের দায়িত্বে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর।

  • কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সুব্রত বক্সী।

  • ঝাড়গ্রামের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়।

  • আলিপুরদুয়ারের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক।

  • পশ্চিম মেদিনীপুরে ভোটের দায়িত্বে অজিত মাইতি ও মানস ভুঁইয়া।

  • দার্জিলিঙের দায়িত্বে গৌতম দেব।

  • নদিয়ার দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, ব্রাত্য বসু।

  • জলপাইগুড়ির দায়িত্বে থাকছেন সৌরভ চক্রবর্তী।