নয়া দিল্লি: ২৫ বছর পর, সারা বিশ্বে হিন্দু ও মুসলিমদের জনসংখ্যার মধ্যে বিরাট পার্থক্য দেখা দেবে। বর্তমানে, খ্রিস্টানদের বাদে, মুসলমানদের জনসংখ্যা সবচেয়ে বেশি এবং হিন্দুরা চতুর্থ স্থানে রয়েছে। Pew Research Center প্রকাশিত রিপোর্টে অনুমান, ২০৫০ সালের মধ্যে, মুসলমানদের জনসংখ্যা ২ বিলিয়ন ৭৬ কোটিরও বেশি বৃদ্ধি পাবে, যেখানে হিন্দুদের জনসংখ্যা ১ বিলিয়ন ৪০ কোটির কাছাকাছি হবে।
Pew Research Center-এর প্রতিবেদন অনুসারে , হিন্দু ও মুসলিমদের জনসংখ্যার মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন পার্থক্য থাকবে। সমগ্র বিশ্বে হিন্দুদের তুলনায় ১.৫ বিলিয়ন বেশি মুসলিম থাকবে, এমনটাই রিপোর্টে দাবি । প্রতিবেদনে ২০১০ এবং ২০৫০ সালে এই দুই ধর্মের মানুষের জনসংখ্যার পরিসংখ্যান দেওয়া হয়েছে এবং ৪০ বছরে উভয় ধর্মের জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাবে তা বলা হয়েছে।
মুসলিমদের সংখ্যা কত বাড়বে?
এবিপি লাইভে প্রকাশিত প্রতিবেদনে এই দুই ধর্মের প্রজনন হারের উপর ভিত্তি করে জনসংখ্যার পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে মুসলিমদের জনসংখ্যা ছিল ১ বিলিয়ন ৫৯ কোটি ৯৭ লক্ষ, যা ২০৫০ সালের মধ্যে অর্থাৎ পরবর্তী ২৫ বছরে ২ বিলিয়ন ৭৬ কোটি ১৪ লক্ষ ৮০ হাজার হয়ে যাবে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০৫০ সালে সমগ্র বিশ্বের মোট জনসংখ্যার ২৯.৭ শতাংশ মুসলিম হবে, যা ২০১০ সালে ছিল ২৩.২ শতাংশ।
হিন্দু জনসংখ্যার কথা বলতে গেলে, প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে সমগ্র বিশ্বে ১ বিলিয়ন ৩ কোটি ২২ লক্ষ ১০ হাজার হিন্দু বাস করত, যা ২০৫০ সালের মধ্যে ১ বিলিয়ন ৩৮ কোটি ৪৩ লক্ষ ৬০ হাজার হবে। এই পরিসংখ্যান অনুসারে, ২০৫০ সালে হিন্দুদের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ হবে, যা ২০১০ সালে ছিল ১৬.৪ শতাংশ। এই পরিসংখ্যানগুলি দেখায় যে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি মুসলিমদের তুলনায় কম হবে, এমনতাই বলা হয়েছে রিসার্চে।
ভারতে হিন্দু ও মুসলিমের সংখ্যা কত হবে?
ভারতেও মুসলমানদের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভারতের ১২১ কোটি জনসংখ্যার মধ্যে ৭৯.৮ শতাংশ হিন্দু এবং ১৪.২ শতাংশ মুসলিম। পিউ রিসার্চ অনুসারে, ২০১০ সালে, সমগ্র বিশ্বের মোট হিন্দু জনসংখ্যার ৯৪ শতাংশ ভারতে বাস করত। ২০৫০ সালের মধ্যে, ভারতে মুসলমানদের জনসংখ্যা বেড়ে ৩১ লক্ষ ১০ হাজারে দাঁড়াবে, যা সমগ্র বিশ্বের মোট মুসলমানের ১১ শতাংশ হবে। দেশে হিন্দুদের জনসংখ্যা বেড়ে ১.৩ বিলিয়ন হবে, এমনটাই বলা হয়েছে রিপোর্টে।
ওই প্রতিবেদন অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার ধর্ম হল খ্রিস্টধর্ম। আজও, সবচেয়ে বেশি জনসংখ্যার নিরিখে এগিয়ে খ্রিস্টানরাই । ২০৫০ সালের মধ্যে, খ্রিস্টানদের জনসংখ্যা বেড়ে ২ বিলিয়ন ৯১ কোটি ৮০ লক্ষ ৭০ হাজারে দাঁড়াবে, যা ২০১০ সালে ছিল ২ বিলিয়ন ১৬ কোটি ৮৩ লক্ষ ৩০ হাজার। এই রিপোর্ট অনুসারে, ৪০ বছরে, খ্রিস্টানদের জনসংখ্যা ৭৪ কোটি ৯৭ লক্ষ ৪০ হাজার বৃদ্ধি পাবে এবং সমগ্র বিশ্বের মোট জনসংখ্যার ৩১.৪ শতাংশ হবে খ্রিস্টান।