কলকাতা: পিএফ(PF) ব্যবস্থায় আরও সরলীকরণ। অনেক সময়ই UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) ভুলে যান উপভোক্তারা বা সংস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে জোগাড় করতে পারেন না UAN। এই অবস্থায় কীভাবে EPF ব্যালেন্স চেক করা যাবে বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা কীভাবে সম্ভব- তা নিয়ে উদ্বেগ কাজ করে উপভোক্তাদের মধ্যে। এবার এই ব্যবস্থায় সরলীকরণ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশ( Employees' Provident Fund organisation)। 


এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশ-এর আওতায় কর্মীর বেতনের বেসিক ও ডিএ থেকে ১২ শতাংশ কাটা হয়। সমপরিমাণ দেয় সংশ্লিষ্ট সংস্থাও। কাজ চলে গেলে, গৃহ ঋণ শোধ করতে, বাড়ি কিনতে, বাড়ির সংস্কার করতে বা অন্য বিভিন্ন কারণে পিএফের টাকা তুলতে পারেন ইপিএফ অ্যাকাউন্টের গ্রাহকরা।


সেক্ষেত্রে UAN থাকলেই টাকা তুলতে পারেন বা ইপিএফ-এর ব্যালেন্স চেক করতে পারেন। এই UAN আপনি আপনার সংস্থাতেই পেয়ে যাবেন। কিন্তু, অনেক সময়ই হয় উপভোক্তারা UAN জোগাড় করতে পারেন না বা সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আপনি কীভাবে পিএফ ব্যালেন্স চেক করবেন ? 


১) প্রথমে EPFO হোম পেজ epfindia.gov.in-এ যান।
২) ‘click here to know your PF balance,-এ ক্লিক করুন
৩) এরপরই epfoservices.in.epfo নামের নতুন একটা পেজ খুলে যাবে
৪) এখানে আপনার রাজ্য, ইপিএফ অফিস, এস্টাবলিশমেন্ট কোড, পিএফ অ্যাকাউন্ট নম্বর ও অন্যান্য বিবরণ চাওয়া হবে।
৫) পরে অ্যাকনলেজমেন্ট বোতাম এবং I Agree অপশনে ক্লিক করুন।
৬) এবার আপনার সামনেই ভেসে উঠবে পিএফ, ইপিএফ ব্যালেন্স। 


UAN ছাড়া কীভাবে PF-এর টাকা তুলবেন ?


UAN ছাড়া PF-এর টাকা তুলতে গেলে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে আপনাকে আধার-ভিত্তিক নিউ কম্পোজিট ক্লেম ফর্ম অথবা নন-আধার কম্পোজিট ক্লেম ফর্ম ডাউনলোড করতে হবে। তবে, কোনও ব্যাঙ্ক ম্যানেজার, গেজেটেড অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছে কম্পোজিট ক্লেম ফর্মের অ্য়াটেসটেড করাতে হবে। আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে, সংশ্লিষ্ট EPFO অফিসে তা জমা করতে হবে।


UAN থাকলে কীভাবে PF ব্যালেন্স চেক করবেন ?


যদি আপনার কাছে UAN থাকে তাহলে SMS বা মিস কল করেই PF ব্যালেন্স জেনে যাবেন।


SMS-এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 7738299899-এই নম্বরে SMS করতে হবে। SMS ফরম্যাটটা হবে এরকম- ‘EPFOHO UAN’। এর উত্তরে EPFO SMS করে আপনাকে PF ব্যালেন্স জানিয়ে দেবে।


অথবা আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406-এই নম্বরে মিস কল করলে PF ব্যালেন্স জেনে যাবেন।