সাবধান! করোনা ছড়াতে পারে আপনার হাতের মোবাইল থেকেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2020 10:07 AM (IST)
সরকারি আধিকারিকরা বলছেন, নিয়মিত হাত ধুলে আর জীবাণুনাশক ব্যবহার করলে করোনার হাত এড়ানো সম্ভব। কিন্তু বিজ্ঞানীদের বক্তব্য, মোবাইল জীবাণুমুক্ত করতে দিনে দু’বার তা অ্যালকোহল দিয়ে মোছা দরকার।
কলকাতা: আপনার সখের মোবাইল ফোন থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস। যে সে নয়, খোদ বিজ্ঞানীরা এই হুঁশিয়ারি দিয়েছেন। মূলত এই রোগ ছড়ায় সর্দি কাশি থেকে, এক ফোঁটা জলীয় পদার্থ যদি মোবাইলের স্ক্রিনে গিয়ে পড়ে, সেখান থেকে ছড়াতে পারে করোনা। আর মোবাইলে ৭ দিন পর্যন্ত এই জীবাণু জীবিত থাকতে পারে। সরকারি আধিকারিকরা বলছেন, নিয়মিত হাত ধুলে আর জীবাণুনাশক ব্যবহার করলে করোনার হাত এড়ানো সম্ভব। কিন্তু বিজ্ঞানীদের বক্তব্য, মোবাইল জীবাণুমুক্ত করতে দিনে দু’বার তা অ্যালকোহল দিয়ে মোছা দরকার। সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম কিভিল বলেছেন, যতই হাত ধুতে থাকুন, যদি স্মার্টফোনের স্ক্রিন ছোঁয়ার পর সেই হাতেই নিজের মুখে হাত দেন, সংক্রমণের আশঙ্কা আপনার শরীরেও থেকে যাচ্ছে। আর নিজের ফোন যতই পরিষ্কার করুন, তা যদি অন্যের হাতে যায়, তাহলেও করোনা সংক্রমণ হতে পারে। ওয়াটার্লু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার হল বলেছেন, একবার মধ্যাহ্নভোজের পর আর একবার চা পানের পর, এই দু’বার প্রতিদিন মোবাইল পরিষ্কার করা প্রয়োজন। আর ভাইরাস নিকেশ করতে অ্যালকোহলের বিকল্প নেই। অ্যাপল কোম্পানি অবশ্য তাদের আইফোন পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার কাপড় আর সাবান জল ব্যবহারের পরামর্শ দিয়েছে। অবশ্য স্মার্টফোন থেকে যে করোনাভাইরাস ছড়াবেই, এমন কোনও মতৈক্যে আন্তর্জাতিকভাবে এখনও পৌঁছনো যায়নি। ফোন থেকে রোগ ছড়ানোর আশঙ্কা থাকলেও মানব শরীর থেকে করোনা ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি। করোনার ভয়ে এখন কাঁপছে ইউরোপ। ইতালির পর রোগ ছড়িয়ে পড়েছে ব্রিটেনে, এখনও পর্যন্ত ৫১ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে। নামী সুপারমার্কেটগুলিতেও খাবারদাবার মিলছে না, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের রেশনিং চলছে। যদি পরিস্থিতির উন্নতি না হয়, খাবার নিয়ে দাঙ্গাও বেধে যেতে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।