পূর্ব বর্ধমান: দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে পূর্ব বর্ধমানের ভাতারে দলীয় কার্যালয়ে ঘেরাও হলেন তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল। দলীয় কর্মীরাই তাঁকে আটকে রেখে স্লোগান দেন, বিক্ষোভ দেখান।
সুভাষ মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের অভিযোগ একাধিক। বিধায়ক-ঘনিষ্ঠদের দুর্নীতি, পুরনো নেতা কর্মীদের বদলে নিজের অনুগামীদের বেশি গুরুত্ব দেওয়া, আলোচনা না করেই দলীয় পদে ঘনিষ্ঠদের বসানো, এ ধরনের একাধিক অভিযোগে সুভাষ মণ্ডলকে গতকাল দলীয় কার্যালয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও সুভাষ নিজে ঘেরাও-বিক্ষোভের কথা অস্বীকার করেছেন। এ নিয়ে তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ, ভাতারে দলীয় কর্মীদের হাতে ঘেরাও তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2020 08:32 AM (IST)
যদিও সুভাষ নিজে ঘেরাও-বিক্ষোভের কথা অস্বীকার করেছেন। এ নিয়ে তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -