নয়া দিল্লি : পেটেন্টের(বিশেষ অধিকার) জন্য আবেদনকারী সকল স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ শতাংশ ফি কমানো হবে। তা সে ভারতেই হোক বা বিদেশে। মঙ্গলবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীষূষ গয়াল।
তিনি জানান, সরকারের অধীনে থাকা সব স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে ৮০ শতাংশ পর্যন্ত ফি কমানো ছিল। আমি মনে করি এটা একেবারেই অন্যায্য যে এটি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা উদ্ভাবনীর মধ্যেই সীমাবদ্ধ। এবার থেকে এই ৮০ শতাংশ ফি কমানো হবে সব স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানেই। তা সে সরকারের অধীনে থাক, সরকারি সাহায্যপ্রাপ্ত হোক বা বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি ভারতে থাক বা বিশ্বের যে কোনও জায়গায়। সব ক্ষেত্রেই সুযোগ মিলবে। এবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ ৮০ শতাংশ ফি কমের সুবিধা ভোগ করবে।
যার অর্থ, একটি প্রতিষ্ঠানের প্রকাশনা এবং পুনর্নবীকরণের জন্য মোট ফি প্রায় ৪ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৮৫ হাজার টাকা করা হবে। এককথায়, ৮০ শতাংশ হ্রাস পাবে। মন্ত্রী বলেন, এর জেরে উৎসাহিত হবে বিশ্ববিদ্যালয়গুলি। আশা করছি, এর জেরে বহু নতুন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দেখা মিলবে। আমি বুঝতে পেরেছি যে এটি এখন বিশ্বব্যাপী শীর্ষ পেটেন্ট অফিসগুলির মধ্যে সবথেকে কম ফি-এর সুযোগ হতে চলেছে। ভারত এবং বিদেশে থাকা সব বিশ্ববিদ্যালয়কে এর সুবিধা নেওয়ার জন্য উৎসাহিত করব।
তিনি ডিপার্টমেন্ট অফ প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডকে (ডিপিআইআইটি) এই ঘোষণার অনুমোদনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন । কেন্দ্রীয়মন্ত্রী বলেন, আমাদের আগামী ৫২ সপ্তাহের মধ্যে ১০ লক্ষ শিক্ষার্থীর মধ্যে আইপিআর (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপর আমরা এটিকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করতে পারি। তিনি আরও জানান, গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারতের স্থান এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবে মন্ত্রক। ৪৮ থেকে সূচকে ২৫-এ নিয়ে আসার চেষ্টা করা হবে।