পোল্যান্ড: টোকিও অলিম্পিক্সে রুপো জিতছিলেন জ্যাভলিনে। পোডিয়ামে দাঁড়িয়ে হাসিমুখে পদক গলায় ঝুলিয়ে ছবিও তুলেছিলেন। কিন্তু এবার সেই পদকই নিলামে তুলেছিলেন পোল্যান্ডের মহিলা জ্যাভলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রচেক। তাঁর ৮ মাসের ছেলের হার্ট সার্জারি করতে হবে। অপরাশেনের জন্য দরকার প্রচুর টাকা। টোকিও অলিম্পিক্স থেকে পাওয়া রুপোর পদকটি এবার তাই নিলামে তুলেছিলেন পোল্য়ান্ডের মহিলা জ্যাভলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রেচেক। এরমধ্যেই সেই নিলাম থেকে ২.৫ মিলিয়ন অর্থ উপার্জনও করেছেন মারিয়া।
গত রিও অলিম্পিক্সে মারিয়া চতুর্থ স্থানে শেষ করেছিলেন। মাত্র ২ সেন্টিমিটারের জন্য পদক জিততে পারেননি তিনি। নয়ত ব্রোঞ্জ নিশ্চিত ছিল তাঁর। এর মাঝে হাড়ের ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন ও ফের জ্যাভলিনে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে থাকেন। টোকিও অলিম্পিক্সে পদক জয়ের আশা নিয়েই এসেছিলেন। আর রিওতে তা না পাওয়ার আক্ষেপ পূরণ করে নেন মারিয়া।
এক সাক্ষাৎকারে মারিয়া বলেন, 'পদক জয়ের মাহাত্ম্য আমার হৃদয় সবসময়ই থাকবে। একটি পদক একটি মাত্র বস্তু। আবার কারও কাছে তা অনেক মূল্যবান হতে পারে। একটি পদক কখনও ধুলোয় পড়ে থাকার পরিবর্তে কারও জীবনও বাঁচাতে পারে। এরজন্যই আমি এটি নিলামের কথা ভেবেছি আমার সন্তানের চিকিৎসার জন্য।'
২৫ বছরের পোলিশ জ্যাভলিন থ্রোয়ারের ছেলের হার্টে সার্জারি হবে আমেরিকার স্ট্যানফোর্ড হাসপাতালে। নিজের ফেসবুক পোস্টে মারিয়া লিখেছিলেন, 'ছেলের হার্টে গুরুতর সমস্যা রয়েছে। ওর সার্জারির দরকার। আমার সাহায্যের দরকার। তার জন্যই পদকটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম।' তবে যারা এই মেডেলটি নিলাম থেকে কিনে নিয়েছে, তাদের পক্ষে বলা হয়েছে যে মারিয়া চাইলে মেডেলটি তাঁর সংগ্রহে রাখতেই পারে। সেই মতোই নিলামের টাকা মারিয়ার হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর পদকটিও ফেরত দেওয়া হয় মারিয়াকে।