গ্যাংটক: পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ সিকিম সরকারের। নতুন বছর থেকে সেখানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (Single Use Plastic) নিষিদ্ধ (Plastic Ban) করা হচ্ছে। এর মধ্যে পড়ছে মিনারেল ওয়াটারের বোতলও। রাজ্যের সর্বত্র এই নিয়ম চালু হতে চলেছে। 


বেশ কিছু দিন ধরেই সিকিম সরকার প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে ভাবনাচিন্তা করছিল। অবশেষে রাজ্য পর্যটন দফতরের (Sikkim Tourism Board) সঙ্গে গাঁটছড়া বেঁধে সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে চলেছে তারা। ২০২২-এর জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে সেখানে। 
রাজ্যের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ দফতরের যুগ্ম সচিব মার্কাস পি রাই জানিয়েছেন, প্লাস্টিকের পরিবর্তে সাধারণ মানুষের জন্য জৈব (Organic) এবং জীবাণুবিয়োজ্য (Biodegradable) বিকল্পের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি বলেন, ‘‘বাঁশ এবং প্রাকৃতিক উপাদান থেকে বোতল তৈরি করতে গ্রামবাসীদের উৎসাহ দিচ্ছি আমরা, প্লাস্টিকের পরিবর্তে সেগুলির সার্বিক ব্যবহার বাড়ানো যায়।’’


পর্যটকদের কাছে সিকিম অত্যন্ত জনপ্রিয় জায়গা। কিন্তু ভিন্ রাজ্য থেকে আসা মানুষজন পরিবেশ সংক্রান্ত বিধইনিষেধ মানেন না , এমন অভিযোগও রয়েছে। তাই পর্যটকদের ক্ষেত্রেও যাতে নয়া নিয়মের অন্যথা না হয়, তা-ও সুনিশ্চিত করতে চাইছে সিকিম সরকার। তার জন্য হোটেল এবং হোমস্টেগুলিকেও প্লাস্টিক নিষিদ্ধের পথে হাঁটার নির্দেশ দেওয়া হয়েছে। 


হোটেলের চেয়ে সিকিমে হোমস্টে-র চাহিদা বেশি। দেশের মধ্যে সিকিমেই সবচেয়ে বেশি সংখ্যক হোমস্টে রয়েছে। সরকারি খাতায় নথিভুক্ত হোমস্টে-র সংখ্যা প্রায় ৯১৫। তার বাইরেও বহু হোমস্টে রয়েছে। 


মার্কাসের মতে, হোমস্টে-যাঁরা ওঠেন, তাঁরা সাধারণত মাটির কাছ থেকে স্থানীয় জীবনযাত্রা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করতে চান। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পর্যটকদের তুষ্ট করতে বাড়াবাড়ি করে ফেলেন হোমস্টে মালিকরা। আধুনিক সুবিধা প্রদান করতে গিয়ে পরিবেশের কথা মাথায় থাকে না। তাতে পর্যটকরা যেমন মাটির কাছাকাছি পৌঁছতে পারেন না, তেমনই পরিবেশেরও ক্ষতি হয় (Save Environment) । তাই ভেবেচিন্তেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কাস।