নয়াদিল্লি: আদানি গোষ্ঠীকে নিয়ে তখন সরগরম সংসদ। সেই সময় দুপুরে সংসদে ঢোকেন তিনি। একঝলকে তেমন কিছু মনে না হলেও, কিছু ক্ষণ পরই নজর গিয়ে পড়ে তাঁর পরনের আকাশি নীল রংয়ের গলাবন্ধ জ্য়াকেটটির উপর। তার পর বুধবর দিনভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পরিহিত ওই জ্যাকেট আলোচনার কেন্দ্রে থেকেছে। পুনর্ব্যবহার যোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ওই জ্যাকেট এ বার কিনতে পাওয়া যাবে বাজারেও (Modi Plastic Jacket)।


বুধবার দিনভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্যাকেট নিয়ে আলোচনা


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil) ওই জ্যাকেটের নির্মাতা। সংস্থার চেয়ারম্যান এসএম বৈদ্য জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে দেশের বড় শহরগুলিতে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ওই জ্যাকেট কিনতে পারবেন সাধারণ মানুষ। বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩ সমাবেশ চলছে। সেখানেই ঘোষণা করেন তিনি।


ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, রিটেল বাজারে আসছে ওই জ্যাকেট। তবে শুধুমাত্র সংস্থার কর্মী বা সশস্ত্রবাহিনীর সদস্যরাই নন, সাধারণ মানুষও চাইলে গায়ে চাপাতে পারেন ওই সেটি। প্লাস্টিকের পুনর্নবীকরণে জোর দিতেই এমন উদ্যোগ বলে জানানো হয়েছে।


আরও পড়ুন: Narendra Modi: প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট, বিশেষ উপহার গায়ে চাপিয়ে সংসদে মোদি


বুধবার দুপুরে সংসদের বাজেট অধিবেশনে বক্তৃতা করেন মোদি। তার আগে সোমবার বেঙ্গালুরুতে আয়োজিত 'এনার্জি উইক' সমাবেশে শামিল হয়েছিলেন।  সেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে তাঁকে ওই জ্যাকেটটি উপহার দেওয়া হয়। সেটি পরেই এ দিন সংসদে উপস্থিত হন মোদি, যা এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। 


পুনর্নবীকরণ শক্তিতে ভারতকে মহাশক্তিধর করে তোলার লক্ষ্য


পুনর্নবীকরণ শক্তিতে ভারতকে মহাশক্তিধর করে তোলার লক্ষ্যেই ওই সমাবেশের আয়োজন হয় বেঙ্গালুরুতে। সেখানে একবার ব্য়বহারের উপযোগী প্লাস্টিকের বদলে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বোতলের তৈরি ওই জ্যাকেট মোদির হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয়। সেটি হাতে পেয়ে যারপরনাই খুশি হন তিনি। দু'দিন পর সেটিই গায়ে চাপাতে দেখা গেল তাঁকে।