আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখ আসার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ বোরে রাজনাথের বদলে লাদাখ চলে এলেন নরেন্দ্র মোদি। লাদাখ পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি, লের সেনা হাসপাতালে যাওয়ার কথা। এই মুহূর্তে তিনি রয়েছেন ১১,০০০ ফুট উঁচুতে, সিন্ধু নদের ধারে লাদাখের নিমুতে। সেনা, বায়ু সেনা ও আইটিবিপি কর্মীদের সঙ্গে কথা বলছেন।
১৫ জুন লাদাখের গালওয়ানে চিনা অনুপ্রবেশের জেরে ভারত-চিন তুমুল সংঘর্ষ হয়। এতে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন, প্রাণ হারায় বেশ কয়েকজন চিনা সেনা। এরপর থেকে উত্তেজনা কমাতে দু'দেশের সেনা ও কূটনৈতিক পর্যায়ে বৈঠক চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বার হয়নি।