নয়া দিল্লি : পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা অমরজিৎ সিনহা। সোমবারই তিনি পদত্যাগ করেন। যদিও এনিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। তবে, নামপ্রকাশে অনিচ্ছুক পিএমও-র এক অফিসার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।
১৯৮৩ ব্যাচের বিহার ক্যাডারের আইএএস অমরজিৎ সিনহা। গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। তবে হঠাৎ করে তাঁর পদত্যাগের কারণ এখনও জানা যায়নি। উল্লেখ্য, দেশের সর্বোচ্চ অফিস থেকে এটা এবছরের দ্বিতীয় বড় পদাধিকারীর পদত্যাগ। এর আগে মার্চ মাসে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পি কে সিনহা।
গ্রাম উন্নয়ন মন্ত্রকের সচিব থেকে অবসর নেওয়ার পর সিনহা প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। তাঁর সঙ্গে নিয়োগ করা হয় অফিসার ভাস্কর খুলবে-কেও। প্রায় তিন দশকের কেরিয়ার অমরজিৎ সিনহার। শিক্ষা ও পঞ্চায়েত রাজ মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। গ্রাম উন্নয়ন বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। এর পাশাপাশি তিনি জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন ও সর্ব শিক্ষা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য পরিচিত। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমিতে ভবিষ্যতের আমলাদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।