নিউ দিল্লি: দেশে ডিজিটাল ব্যবস্থাকে উন্নত করে ক্যাশলেস সিস্টেমকেই অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ব্যবস্থাকে আরও বেশি কার্যকরী করতে বড় পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। সোমবার ই-রুপি (e-Rupi) ক্যাশলেশ পেমেন্ট ব্যবস্থার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।
কী এই e-RUPI পরিষেবা?
এই পরিষেবার মাধ্যমে ক্যাশলেস এবং কন্টাক্টলেস পেমেন্ট আরও সহজেই হবে বলে জানান হয়েছে। কিউআর কোড (QR code) এবং এসএমএস (SMS)–এর মাধ্যমে হবে আর্থিক লেনদেন। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ‘ই–রুপির মাধ্যমে সরকার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ আরও এক ধাপ বৃদ্ধি পাবে। এই পরিষেবায় সুরক্ষিতভাবে হবে লেনদেন।’
এই ই–রুপির মাধ্যমে পরিষেবাদানকারীর সঙ্গে সরাসরি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গ্রাহক বা ব্যবহারকারীর যোগ স্থাপন করতে পারবেন। আর্থিক লেনদেন সম্পূর্ণ হওয়ার পরই পরিষেবাদানকারীর কাছে নির্দিষ্ট অঙ্ক গিয়ে পৌঁছবে। প্রিপেইড পদ্ধতি হওয়ায় এটি নির্দিষ্ট সময়েই অর্থ পৌছে দেবে বিনা কোনও বাধায়।
এও জানান হয়েছে, ই-রুপি ব্যবস্থার জন্য কোনরকম ডেবিট কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। অর্থমন্ত্রক এবং পরিবার কল্যাণ মন্ত্রক তরফে জানানো হয়েছে এটি একটি ই-ভাউচার যা মোবাইলের মাধ্যমে দেখা যাবে। সোমবার এই পরিষেবা উদবোধন করবেন মোদী।
উল্লেখ্য, ন্যাশনাল পেমেন্টেস কর্পোরেশন অব ইন্ডিয়া জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা আর্থিক পরিষেবার সঙ্গে মিলে তাদের ইউপিআই প্ল্যাটফর্মে এই ই–রুপি তৈরি করেছে।
এই ব্যবস্থাকে সারা দেশজুড়ে ছড়িয়ে দিতে তৎপর কেন্দ্র।এই ব্যবস্থার জন্য কোন মধ্যস্থতাকারীর প্রয়োজন পড়বে না, অর্থাৎ এক্ষেত্রে কোনও অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা সঙ্গে যুক্ত হতে হবেনা গ্রাহকদের।
প্রধানমন্ত্রী দফতরের তরফে আরও জানান হয়েছে, অন্যান্য বেসরকারি কোম্পানিগুলিও চাইলে এই ব্যবস্থা লাগু করতে পারে। বিশেষত, ওষুধ সরবরাহের ক্ষেত্রে এই পরিষেবাকে আরও বেশি ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র।