নয়াদিল্লি: মূলত গতকাল সংসদের আলোচনার দিনই জম্মু-কাশ্মীরের হারওয়ানে চলে অপারেশন মহাদেব। সেনার গুলিতে পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গির মৃত্যু হয়।  এদিকে 'কালই কেন হল অপারেশন মহাদেব ?' বিরোধীদের প্রশ্নে আজ একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদি।  এবার অপারেশন মহাদেব নিয়ে বিরোধীদের কড়া নিশানা প্রধানমন্ত্রীর। 

আরও পড়ুন, এখন কংগ্রেসের ভরসা পাকিস্তানের রিমোট কন্ট্রোলে তৈরি হয় ও বদলায় : প্রধানমন্ত্রী

'অপারেশনের জন্য কি এবার শ্রাবণ মাসের সোমবার খুঁজতে হবে কি ?  কী হয়েছে এদের ? হতাশা-নিরাশা, এই পর্যায়ে !'

এদিন প্রধানমন্ত্রী বলেন, গতকাল পহেলগাঁওয়ের হামলাকারীদের উপর আমাদের সেনারা 'অপারেশন মহাদেব' চালিয়েছে। কিন্তু আমি অবাক হচ্ছি, প্রশ্ন করা হয়েছে, যে গতকালই কেন এই অভিযান চালানো হয়েছে ?! আরে এটা কী হচ্ছে ? আমি তো বুঝতেই পারছি না ! অপারেশনের জন্য কি এবার শ্রাবণ মাসের সোমবার খুঁজতে হবে কি ?  কী হয়েছে এদের ? হতাশা-নিরাশা, এই পর্যায়ে ! দেখুন মজা পিছনের বেশ কিছু সপ্তাহ ধরে পহেলগাঁওয়ের হামলাকাণ্ডে কী অ্যাকশন হল ? যখন অভিযান চালানো হল, তখন প্রশ্ন উঠল, গতকাল কেন হল ?' তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর। 

'পাকিস্তানের পরমাণু হামলার হুমকির সামনেও চুপ থাকেনি ভারত'

এদিন তিনি আরও বলেন, 'ধর্ম জেনে জেনে পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে। ভারতে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। পহেলগাঁওকাণ্ডের প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। যারা ভারতের পক্ষে নয়, তাদের আয়না দেখাতে এসেছি। ভারত ৬ মে রাত, ৭ মের সকালে যা করার তাই করেছে। ভারত যা করার তাই করেছে, পাকিস্তান কিচ্ছু করতে পারেনি। ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তানের পরমাণু হামলার হুমকির সামনেও চুপ থাকেনি ভারত।

'পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে.. হামলা হলে, আমরা আমাদের সময়ে, আমাদের মতো করে জবাব দেব'

মোদি বলেন, 'পাকিস্তানে নিখুঁত অপারেশন চালিয়ে শক্তি দেখিয়েছে ভারতীয় সেনা। ভারত যেভাবে চেয়েছিল, সেভাবেই হামলা চালিয়েছে। ভাবতেও পারেনি, এমন জায়গায় হামলা চালানো হয়েছে। ২২ মিনিটে ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে। এখনও অনেক পাক এয়ারবেস ICU-তে। সিঁদুর থেকে সিন্ধু, দুনিয়া দেখেছে ভারতের শক্তি। পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলা হলে, আমরা আমাদের সময়ে, আমাদের মতো করে জবাব দেব। আর কোনও পরমাণু হামলার নামে ব্ল্যাকমেল চলবে না।'