নয়াদিল্লি : আগামীকাল সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। খবর এএনআই সূত্রের। দ্বিতীয় দফায় ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এই প্রথম মোদি-মন্ত্রিসভার রদবদল। খবর, দেশের সর্বকালীন তরুণ মন্ত্রিসভা হতে চলেছে এটি। এর পাশাপাশি মহিলা মন্ত্রীর সংখ্যা বাড়তে পারে। যাঁদের প্রশাসনিক কাজকর্মে অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হতে পারে মন্ত্রিসভায়।


ওবিসি সম্প্রদায় থেকে আসতে পারেন প্রায় দুই ডজন মন্ত্রী। প্রায় প্রত্যেক রাজ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আগামী বছরে পাঁচ রাজ্যের নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে নজর রেখে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে মন্ত্রী হতে পারেন বলে জল্পনা রয়েছে এমন বেশ কয়েকজন ইতিমধ্যেই হয় দিল্লি পৌঁছেছেন বা দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। সেই তালিকায় রয়েছে- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনওয়াল, লোক জনশক্তি পার্টির পশুপতি পরশ, নারায়ণ রাণে এবং বরুণ গাঁধী। দিল্লির উদ্দেশে বিমান ধরার আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে উজ্জৈয়নে মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায়। তিনি বলেন, আমি উজ্জৈয়ন গিয়েছিলাম। এর পর দিল্লি যাব। 


এদিকে অসম থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন সর্বানন্দ সোনওয়াল। তিনি হিমন্ত বিশ্ব শর্মার জন্য অসমের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন। 


সূত্রের খবর, বেশ কয়েকজন মন্ত্রী মোদির মন্ত্রিসভার জন্য শপথ নিতে পারেন। আগামী দিনে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই সব জায়গার কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার বিজেপির শরিক দলগুলিও কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারে। জেডিইউ, এলজেপি এবং ওয়াইএসআর কংগ্রেসের একাধিক জনকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হতে পারে। 


মন্ত্রিসভার এমন নয় জন সদস্য যাঁরা তাঁদের অতিরিক্ত দায়িত্ব ছাড়তে পারেন


প্রকাশ জাভড়েকর
পীযূষ গয়াল
ধর্মেন্দ্র প্রধান
নীতিন গড়করি
হর্ষবর্ধন
নরেন্দ্র সিংহ তোমর
রবিশঙ্কর প্রসাদ
স্মৃতি ইরানি
হরদীপ সিং পুরী


উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে ৮১ জন হতে পারে। এই মুহূর্তে ৫৩ জন সদস্য রয়েছেন।