নয়া দিল্লি:  বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে চিন্তার ভাঁজ ভারতের কপালে। সোমবার দেশ ছেড়ে আসার পর ভারতের গাজিয়াবাদে সেফ হাউসে ছিলেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই পরিস্থিতিতে কী করবে ভারত, সিদ্ধান্ত নিতে সোমবারই জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে ছিলেন রাজনাথ, জয়শঙ্কর, সীতারমণরা। আর এবার মঙ্গলে সব দলের সঙ্গেই হল বৈঠক। সেখানেই পরিষ্কার হওয়ার কথা ছিল পড়শি দেশের এই পরিস্থিতিতে এ দেশের কী অবস্থান হবে। 


মঙ্গলবার সকালে সর্বদল বৈঠকে হাজির রইলেন বিরোধী দলনেতা রাহুল গাঁধী ও মল্লিকার্জুন খাড়গেও।   সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন  জানিয়েছে, এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কী কথা হল সেখানে।  


সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,  পরিস্থিতি এতটা ভয়াবহ নয় যে ভারতীয়দের সরিয়ে নেওয়া দরকার। সেখানে প্রায় ১৩ হাজার ভারতীয় রয়েছেন। ভারত সরকার কড়া নজর রাখছে। পরিস্থিতি যাই হোক না কেন, সরকার বিরোধী দলগুলিকে অবহিত করতে থাকবে। এখনই বাংলাদেশ থেকে ভারতীয়দের বেরিয়ে আসার দরকার নেই। 


 বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, 'বাংলাদেশে আটকে আছেন ১২-১৩ হাজার ভারতীয়। এরমধ্যে রয়েছেন প্রায় ৮ হাজার ছাত্রও'
।  পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত' বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানান, শেখ হাসিনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে, তার দায়িত্ব শেখ হাসিনাকেই দিয়েছে ভারত।  যে সিদ্ধান্তই নেওয়া হবে তা বিবেচনা করা হবে । তবে প্রথম সিদ্ধান্ত নেবেন একমাত্র শেখ হাসিনা। জানান জয়শঙ্কর। সূত্রের খবর,  সরকারের গৃহীত পদক্ষেপে বিরোধীরা সন্তুষ্ট। 


সূত্রের খবর, রাহুল গান্ধী বাংলাদেশের বিষয়ে সরকারের মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে জানতে চান। বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী পরিকল্পনা তাও জানতে চান। 


সোমবারের মোদির ডাকা বৈঠকে হাজির ছিলেন  অমিত শাহ, রাজনাথ সিংহ, জয়শঙ্কর, নির্মলা সীতারামন, ‘র’-এর প্রধান রবি সিন্‌হা প্রমুখ।  মঙ্গলবার সংসদেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে পারেন জয়শঙ্কর।  


আরও পড়ুন :


প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।