কলকাতা: চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য় অনুযায়ী, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত মাত্র ৭ দিনে রাজ্য়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫০০-র কাছাকাছি মানুষ। চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনায়। আর এই আবহেই, ডেঙ্গির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্থানীয় এক পরিবারের বিরুদ্ধে কুকুর লেলিয়ে দিয়ে হেনস্থার অভিযোগ তুললেন বিধাননগর পুরসভার স্বাস্থ্য়কর্মী।
ঊর্ধ্বমুখী ডেঙ্গি গ্রাফ: স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্য়ান অনুযায়ী, শুধুমাত্র সাত দিনে নতুন করে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৫০০ জন। ২৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত, মুর্শিদাবাদে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্য়া ৬৮, মালদায় ৫৩, হুগলিতে ৫১, পাশাপাশি উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য়া ৫০, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে সংখ্য়াটা ৪৪, দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে ৩২, অন্য়দিকে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৮ জন।
স্বাস্থ্য দফতরের থেকে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত রাজ্য়ে মোট ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৬৪০ জন। গত বছরের মতো সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়, সেখানে আক্রান্তের সংখ্য়া ৩৬৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালদা, সেখানে আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। তৃতীয় স্থানে থাকা মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্য়া ৩২৫। হুগলিতে আক্রান্তের সংখ্য়া ২৫০। এদিকে কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনায় ১৮০ এবং পূর্ব বর্ধমানে ১৫০ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। গত বছর রাজ্য়ের ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড। শহর থেকে জেলায় ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার ধনধান্য় পেক্ষাগৃহে রাজ্যের সব পুরপ্রধান, পুরসভার আধিকারিক এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিকে গতকাল সোমবার, বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা পরিদর্শনে আসে বিধাননগর পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা। তাঁদের দাবি, সেখানেই একটি বাড়ির বাইরে গাছের টবে জমা জলে প্রচুর ডেঙ্গির লার্ভা দেখতে পান তাঁরা। অভিযোগ, সেই নিয়ে প্রশ্ন করতে গেলেই বাড়ির ভাড়াটে, তাঁর পোষ্য় কুকুরকে লেলিয়ে দেন তাঁদের পিছনে। কুকুরের কামড়ে জখম এক মহিলা আধিকারিক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bankura News: খালের উপর দিয়ে ঝুঁকির যাতায়াত, প্রাণ গেল কৃষকের