PM Modi Dunlop Meeting LIVE: বাংলার কৃষক, শ্রমিক, যুবকদের উজ্জ্বল ভবিষ্যত দেবে বিজেপি, হুগলির জনসভায় মোদি
BJP Narendra Modi Dunlop Meeting LIVE Updates: সভামঞ্চে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। কিছুক্ষণের মধ্যে শুরু করবেন বক্তব্য। ভোটমুখী বঙ্গে কী বার্তা দেন মোদি, নজর সেদিকেই।
আর নয় অন্যায়, আমরা আসল পরিবর্তন চাই। বাংলার কৃষক, শ্রমিক, যুবকদের উজ্জ্বল ভবিষ্যত দেবে বিজেপি। বঙ্গ সফরে এসে জানালেন মোদি।
অনাবাসীরা বিনিয়োগ করতে রাজি হলেও কীভাবে করবে ? সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি বন্ধ না হলে বাংলায় উন্নয়ন হবে না। প্রশাসন গুণ্ডাদের আশ্রয় দেয়। শুধু রাজ্যে কাট, কাট, কাট। কটাক্ষ মোদির
হুগলিতে জুটমিল, বড় বড় কারখানা ছিল, কিন্তু এখন কিছুই নেই। এখন কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে হয় বাংলার মানুষকে। বাংলা সিন্ডিকেটের হাতে চলে গেছে। সিন্ডিকেটের জন্য উন্নয়ন বন্ধ হয়েছে। বাংলায় ভাড়ায় বাড়ি নিতে গেলেও কাটমানি দিতে হয়।
বাংলার মেয়েদের সঙ্গে অন্যায় করছে তৃণমূল সরকার। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, আসল পরিবর্তন চায় বিজেপি। জনসভা থেকে বার্তা মোদির।
দূষিত জল থেকে শিশুদের বাঁচানো যায়। বাংলায় প্রায় দেড় কোটি পরিবারের মধ্যে শুধু ২ লক্ষ মানুষ পরিশোধিত জল পায়। দেশে ৩ কোটি মানুষ পরিশোধিত জল পায়। পাইপের মাধ্যমে পানীয় জল মাত্র ৯ লক্ষ পরিবার পায়। তৃণমূল সরকার গরিব মানুষকে পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে পারে না। ঘরে ঘরে পানীয় জল পৌঁছতে ১৭০০ কোটি টাকা তৃণমূল সরকারকে দিয়েছে কেন্দ্র। কিন্তু মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করতে পেরেছে তৃণমূল সরকার। বাকি টাকা খেয়ে ফেলেছে তৃণমূল সরকার।
তৃণমূল নেতাদের সম্পত্তি, প্রতিপত্তি বেড়েছে, কিন্তু গরিবরা কিছুই পায়নি। আয়ুষ্মান ভারত প্রকল্পের ৫ লক্ষ টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ।
কৃষকদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে চেয়েছিল। কিন্তু তৃণমূলের তোলাবাজির জন্য সেই টাকা পৌঁছয়নি।
সেই বাংলা গড়ে তুলতে হবে যেখানে শুধু উন্নয়ন হবে। তোষণের রাজনীতি হবে না, তোলাবাজি হবে না। বাংলা অন্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু বাংলার সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। মা-মাটি-মানুষের সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে।
এই সরকারকে মানুষ ক্ষমা করবে না। বিজেপি সরকার এসে বাংলার সংস্কৃতির জয়গান শুরু হবে। সোনার বাংলা গড়ে তুলবে বিজেপি সরকার। বাংলার ইতিহাস, সংস্কৃতি মজবুত হবে।
দেশভক্তি বদলে ভোটব্যাঙ্ক, উন্ময়নের বদলে তোষণের রাজনীতি। মা দুর্গার বিসর্জন পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাংলার সরকার। ভোটব্যাঙ্কের জন্য তোষণের রাজনীতি।
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো চালু হলে প্রচুর মানুষ উপকৃত হবে। কলকাতায় যেতে হবে আর অসুবিধা হবে না, জানালেন মোদি।
মহারাষ্ট্র থেকে বাংলার শালিমার পর্যন্ত কিষাণ রেল চালানো হয়েছে। এর ফলে বাংলার ছোট কৃষকরা উপকৃত হবে। সহজেই ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারবে কৃষকরা।
বাংলার উন্নয়নই কেন্দ্রীয় সরকারের প্রথম লক্ষ্য, হুগলিতে জানালেন মোদি। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন দেশ আধুনিক হয়েছে পরিকাঠামোর উন্নতির জন্য, ভারতেও পরিকাঠামো উন্নয়নের কাজ আগেই হওয়া উচিত ছিল। কিন্তু ভারতে পরিকাঠামোর উন্নতি হয়নি। তাই এখন সময় নষ্ট করা যাবে না।
ভারতে আধুনিক পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হয়েছে।
গ্যাসের পর এবার রেল ও মেট্রোর সংযুক্তিকরণ, হুগলিতে জানালেন প্রধানমন্ত্রী
প্রেক্ষাপট
হুগলি: হুগলির সাহাগঞ্জে ডানলপ ময়দানে বিজেপি-র জনসভা। সভামঞ্চে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। কিছুক্ষণের মধ্যে শুরু করবেন বক্তব্য। ভোটমুখী বঙ্গে কী বার্তা দেন মোদি, নজর সেদিকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -