নয়াদিল্লি
: দীপাবলিতে কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সারা দেশ যখন আলোর উৎসবে মাতোয়ারা, তখন সেনারা সীমান্তে কর্তব্যরত। তাঁদের উৎসাহ যোগাতেই ভারত-পাক ও ভারত-চিন সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি। দেখা করবেন সেনা-জওয়ানদের সঙ্গে। গতবছর উত্তরাখণ্ডে দীপাবলি পালন করেছিলেন প্রধানমন্ত্রী। সেবার হারশিলে সেনাদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। গুজরাতে মুখ্যমন্ত্রী থাকাকালীনও দীপাবলিতে সেনাদের সঙ্গে দেখা করতে যেতেন মোদি।
দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক ট্যুইটবার্তায় তিনি বলেছেন, "সকল দেশবাসীকে আমার দীপাবলির শুভেচ্ছা। আলোর উৎসব যেন সবার জীবনে আলোক সঞ্চার করে। আমাদের দেশ যেন সুখ-সমৃদ্ধি-সৌভাগ্যে ভরে ওঠে।"
সেই সঙ্গে নিজের সই করা একটি ছবিও শেয়ার করেন প্রধানমন্ত্রী।