জঙ্গি হামলার আশঙ্কা পুলিশের, দীপাবলির আগে বাড়ানো হল নয়াদিল্লির নিরাপত্তা
Web Desk, ABP Ananda | 26 Oct 2019 11:49 PM (IST)
দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সব উচ্চপদস্থ আধিকারিককে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
নয়াদিল্লি: দীপাবলিতে যাতে কোনও বিপত্তি না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য নয়াদিল্লির বিভিন্ন জনবহুল অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হল। দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সব উচ্চপদস্থ আধিকারিককে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) জসমিত সিংহ জানিয়েছেন, ‘গাজিপুর মার্কেটে প্রচুর মানুষের সমাগম হয়। সেই কারণে ওই অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহলদারিও বাড়ানো হয়েছে। সাদা পোশাকেও সেখানে পুলিশকর্মীরা আছেন।’ পুলিশ সূত্রে খবর, পাকিস্তানে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর দুই কম্যান্ডারের টেলিফোনে কথোপকথন শুনে দিল্লির সরোজিনী নগর, লাজপত নগর ও করোলবাগ অঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া খান মার্কেট, বেঙ্গলি মার্কেট, কনট প্লেস, ইন্ডিয়া গেট, রাজপথ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ও দিল্লি জিমখানা অঞ্চলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। শনিবার সন্ধে থেকে নয়াদিল্লির বিভিন্ন অঞ্চলে টহলদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সর্বক্ষণ খতিয়ে দেখা হচ্ছে।