নয়াদিল্লি: আন্দামান-নিকোবরের সঙ্গে অবশিষ্ট দেশকে যুক্ত করে পাতা হল সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল বা ওএফসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফাইবার কেবলের উদ্বোধন করেছেন, বলেছেন, এই পদক্ষেপ আন্দামান-নিকোবরের বাসিন্দাদের জীবনযাত্রা আরও স্বচ্ছন্দ করে তুলবে।


চেন্নাইয়ের সঙ্গে পোর্ট ব্লেয়ার যুক্ত হল এই ওএফসিতে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্দামান-নিকোবরের নানা দ্বীপে ছড়িয়ে থাকা লাখো মানুষের কাছেই শুধু এই দিনটি গুরুত্বপূর্ণ নয়, গোটা দেশের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, প্রকল্প যত বড় হয়, তত বড় হয় তার রাস্তায় আসা চ্যালেঞ্জ। এই কারণেই এই ফাইবার কেবলের এত প্রয়োজন থাকা সত্ত্বেও বছরের পর বছর এটি চালু করা যায়নি। কিন্তু এতদিনে সব বাধা সরিয়ে ফাইবার কেবল পাতা গিয়েছে, তাতে তিনি খুশি।

এই সাবমেরিন কেবল পোর্ট ব্লেয়ারের সঙ্গে স্বরাজ দ্বীপ, লিটল আন্দামান, কার নিকোবর, কামোর্তা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রঙ্গটকে যুক্ত করবে। এ জন্য ভারতের মূল ভূখণ্ড থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ২ হাজার ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে কেবল পাতা হয়েছে। প্রকল্পের খরচ পড়েছে ১,২২৪ কোটি টাকা। এর ফলে পোর্ট ব্লেয়ারে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই দুশ GBPS। অন্য দ্বীপগুলিতে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই একশ GBPS।

এর আগে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, আজকের দিনটি আন্দামান-নিকোবরের বাসিন্দাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ওএফসির দ্রুত গতির ব্রডব্যান্ড সংযোগ অক্সিজেন দেবে স্থানীয় অর্থনীতিকে।


২০১৮-র ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।