নয়াদিল্লি: এ দেশে এখনও পর্যন্ত ২২ লাখ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬২,০০০-এর বেশি। মৃতের সংখ্যা সব মিলিয়ে ৪৪,০০০ পেরিয়েছে, জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫.৩ লাখ করোনা আক্রান্ত এই রোগ থেকে সেরে উঠেছেন। সব মিলিয়ে আজ সকাল পর্যন্ত সুস্থ হয়ে ওঠার হার ৬৯.৩৩ শতাংশ। তবে আশঙ্কার কথা হল, একদিনে ৬০,০০০-এর বেশি মানুষের আক্রান্ত হওয়া। এ নিয়ে চতুর্থদিন, ৬০,০০০-এর বেশি ভারতীয় একদিনে করোনা আক্রান্ত হলেন। গত বৃহস্পতিবার থেকে ২ লাখের বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ হয়েছে বলে খবর এসেছে। ১০ লাখ করোনা আক্রান্ত হওয়ার ৩ সপ্তাহ পরেই সংখ্যাটা টপকে গিয়ে হয়েছে ২০ লাখ।
গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমণের ৭৫ শতাংশের বেশি ঘটেছে ৭টি রাজ্যে। এগুলি হল মহারাষ্ট্র (১২,২৪৮), অন্ধ্র প্রদেশ (১০,৮২০), তামিলনাড়ু (৫,৯৯৪), কর্নাটক (৫,৯৮৫), উত্তর প্রদেশ (৪,৫৭১), বিহার (৪,১৫৭) এবং পশ্চিমবঙ্গ (২,৯৩৯)। গতকাল থেকে করোনায় যতজনের মৃত্যু হয়েছে, তার প্রায় ৮২ শতাংশ এই ৭ রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩৯০ জন, তামিলনাড়ুতে ১১৯ জন, কর্নাটকে ১০৭ জন, অন্ধ্র প্রদেশে ৯৭ জন, পশ্চিমবঙ্গে ৫৪ জন, উত্তর প্রদেশে ৪১ জন এবং গুজরাতে ২৪ জন।
মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং দিল্লিতে ভারতের মোট করোনা আক্রান্তের ৬১.৫ শতাংশের বাস, এ রাজ্যগুলিতে মৃতের হার ৭২.১৬ শতাংশ। শুধু এই কটি রাজ্য থেকে ৩২,০২৯ জন মারা গিয়েছেন বলে খবর এসেছে।
টানা চারদিন সংক্রমিত ৬০ হাজারের ওপর, ভারতে ২২ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৬৯.৩৩ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2020 10:52 AM (IST)
মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং দিল্লিতে ভারতের মোট করোনা আক্রান্তের ৬১.৫ শতাংশের বাস, এ রাজ্যগুলিতে মৃতের হার ৭২.১৬ শতাংশ। শুধু এই কটি রাজ্য থেকে ৩২,০২৯ জন মারা গিয়েছেন বলে খবর এসেছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -