নয়াদিল্লি: মহাকাশ স্টেশনে কাটিয়ে ফিরেছেন দেশের মাটিতে। আজ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন শুভাংশু শুক্লা। শুভাংশুর পরনে তখন ইসরোর অ্যাস্ট্রোনটের জ্যাকেট। এক গাল হাসি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন তিনি। এদিন শুভাংশুর সঙ্গে শুধু করমর্দনেই থেমে থাকলেন না প্রধানমন্ত্রী, করলেন আলিঙ্গন। শুভাংশুর কাঁধে রাখলেন হাত। হাঁটলেনও একইসঙ্গে।  এক্স হ্যান্ডেলের পোস্টে কী লিখলেন প্রধানমন্ত্রী ?

আরও পড়ুন, 'মেন্টাল হেলথের নাম করে, পরোক্ষভাবে NRC এর নামে একটা সার্ভে করছে...', কল্যাণী এইমসকে নিশানা মুখ্যমন্ত্রীর

 এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখলেন, 'শুভাংশু শুক্লার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা আজকে, তাঁর মহাকাশে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।..ভারত গর্বিত শুভাংশুর জন্য।'রাকেশ শর্মার ৪১ বছর পর, দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশ ছুঁয়েছেন শুভাংশু শুক্লা।১৮ দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে করেছেন ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা। ফিরে এসে প্রধানমন্ত্রীকে তারই খুঁটিনাটি বিবরণ দিলেন।

২৫ জুন ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে যাত্রা শুরু করেছিলেন শুভাংশু শুক্লারা। ভারতীয় মহাকাশচারী  শুভাংশু শুক্লা বলেছিলেন, এটা একটা অসাধারণ যাত্রা। আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে থাকে তিরঙ্গা আমাকে বলছে যে, আমি আপনাদের সকলের সঙ্গে আছি।' এরপর টানা ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর, ১৫ জুলাই পৃথিবীর মাটিতে পা রাখেন শুভাংশু শুক্লারা। রবিবার ফেরেন দেশে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও ইসরোর আধিকারিকরা।   সোমবার লোকসভায় শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অভিযান এবং ভারতের মহাকাশ গবেষণা নিয়ে আলোচনার কথা ছিল। যদিও এদিন সকালেই শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর লেখেন, যেহেতু বিরোধীরা বিশেষ আলোচনায় অংশগ্রহণ করছে না, তাই আমি বলতে চাই যে কমান্ডার শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযানের জন্য সমস্ত ভারতীয় গর্বিত।