'শুধু স্বাস্থ্যই কারণ?' উপরাষ্ট্রপতির পদে জগদীপ ধনকড়ের ইস্তফা ঘিরে উঠছে এমনই প্রশ্ন। উপরাষ্ট্রপতির পদে ধনকড়ের ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি। ধনকড়ের ইস্তফার ঘোষণা হতেই রাজ্যসভায় হই  হট্টগোল শুরু করে দিয়েছেন বিরোধীরা। 'ধনকড়ের পদত্যাগের নেপথ্যে আরএসএসের হাত রয়েছে' বলে মনে করছেন বিরোধী শিবিরের কেউ কেউ। এই পরিস্থিতিতে  ধনকড়ের ইস্তফা নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মোদির প্রতিক্রিয়া

রাষ্ট্রপতি ধনকড়ের ইস্তফা গ্রহণ করার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিক্রিয়া জানালেন দেশের প্রধানমন্ত্রী। লিখলেন, দেশের সেবা করার জন্য বহু সুযোগ পেয়েছেন জগদীপ ধনকড়। দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন, তাঁর সুস্বাস্থ্য কামনা করি' 

কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি?

ধনকড়ের ইস্তফার পরই জল্পনা শুরু হয়েছে, কে বসবেন উপরাষ্ট্রপতি পদে। তালিকায় উঠে আসছে একাধিক নাম। তার মধ্যে আলোচনায় উঠে এসেছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংয়ের নাম। জনতা দল (ইউনাইটেড) এর  সাংসদ  হরিবংশ সিং ২০২০ সাল থেকে এই ভূমিকা পালন করছেন। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, এক বিজেপি নেতা দাবি করেছেন, পার্টির একজন প্রবীণ অভিজ্ঞ নেতাকে এই ভূমিকায় ভাবা হতে পারে। বিতর্কের ঊর্ধ্বে থাকা কোনও ব্যক্তিত্বকেই এই পদের জন্য প্রাধান্য দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সংবিধানের ৬৮(২) অনুচ্ছেদ অনুসারে, উপরাষ্ট্রপতি পদত্যাগ করার পর শূন্য পদ পূরণ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তার জন্য দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।  যিনি নির্বাচিত হবেন, তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরের পাঁচ বছরের  জন্য ওই পদে আসীন থাকবেন।