নয়াদিল্লি: ভয়াবহ ভূমিকম্প নেপালে ( Nepal Earthquake) । শুক্রবার মধ্যরাতে ফের কেঁপে ওঠে সেদেশের মাটি । ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাঁড়িয়েছে ১০০। যার প্রভাব এসে পড়েছে ভারতেও। দেশের রাজধানী দিল্লি এবং বাংলার রাজধানী কলকাতা, দুই মহানগরেই কম্পন অনুভূত হয়েছে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।


এদিন প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, নেপালে ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত হয়েছেন। নেপালের জনগণএর সঙ্গে একাত্মতা প্রকাশ করে, সম্ভাব্য যাবতীয় সহায়তা দিতে প্রস্তুত ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি আহতদের জন্য দ্রুত আরোগ্যকামনা জানিয়ে, শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।  






শেষ অবধি পাওয়া খবরে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ভূমিকম্প বিধ্বংস্ত অঞ্চলে রওনা দিয়েছেন। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী।






এএনআই সূত্রে খবর, নেপালে মৃতের সংখ্যা ১২৪ ছাড়িয়েছে। সেনা মুখপাত্র বলেছেন,  জাজারকোর্টের হাসপাতালে আহতরা এই মুহূর্তে ভর্তি রয়েছেন। জাজারকোর্ট জেলার পুলিশ প্রধান সুরেশ সুনার, রয়টার্সকে বলেছেন, ঠিক কী ঘটেছে, তার সম্পূর্ণ চিত্র খুঁজে পাওয়া কঠিন।






আরও পড়ুন, ভূকম্পে তছনছ নেপাল, মৃতের সংখ্যা ১০০ ছাড়াল,আহত শতাধিক


 ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ১০ কিলোমিটার গভীরে। নেপালে ৬.৪ মাত্রার ভূমিকম্পের পর, দিল্লি এনসিসার,  বিহার-সহ উত্তর ভারতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।