নয়াদিল্লি: দেশে দৈনিক কোভিড টিকাকরণে নজির গড়ল ভারত। এক দিনে এক কোটি টিকা(India Administers 1 Crore COVID Vaccine) পেল দেশবাসী। এরকম একটা দিনে দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi)।


এদিন কোভিড টিকাকরণের এই বিপুল সাফল্যের পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লিখেছেন, ''আজ রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।''



টিকাকরণের এই সাফল্য নিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ট্যুইটে তিনি লিখেছেন, ''এক দিনে এক কোটি টিকাকরণ ! এই পরিসংখ্যান দেখিয়ে দেয় নরেন্দ্র মোদির নেতৃত্বে কীভাবে কোভিডের বিরুদ্ধে লড়াই করছে ভারত। আজ সারা বিশ্বের কাছে দেশ একটা দৃষ্টান্ত স্থাপন করল।'' 


এর আগে দেশে ৯০ লক্ষ টিকাকরণ নিয়ে ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ট্যুইটে তিনি লেখেন, ''একদিনে ৯০ লক্ষ কোভিড টিকা নিতে পেরেছে দেশবাসী। এখনও আরও টিকাকরণের কাজ চলছে।'' বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া গিয়েছে দেশের ৫০শতাংশ প্রাপ্তবয়স্ককে। যা ভারতের কোভিড টিকাকরণে এক বড়সড় সাফল্যের নজির।ভারত এক অভূতপূর্ব মাইলফলক অর্জন করেছে। 


গতকালই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, ''প্রতিবারই উৎসবের পর বেড়ে যাচ্ছে দেশের করোনার গ্রাফ। কোভিড বিধি না মানার ফল ভুগতে হচ্ছে সবাইকে। তাই করোনার দ্বিতীয় ঢেউ চলে গেছে এমনটা ভাববেন না। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উৎসবের কারণে এই সময় সবাই আনন্দে মেতে থাকবেন। মনে রাখতে হবে এই সময় কোভিড বিধি অনুসরণ করা বাধ্যতামূলক। যা না মানলেই পরবর্তীকালে ভুগতে হবে আমাদের।''


এ প্রসঙ্গে ভ্যাকসিনের সীমাবদ্ধতার কথাও তোলেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, ভ্যাকসিনের দুটি ডোজ কেবল সংক্রমণের প্রকোপের মাত্রা কমাতে পারে।যার ফলে হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেতে পারেন সংক্রমিত। কিন্তু এরফলে আপনার দেহে সংক্রমণ ঠেকানো যাবে না। তাই ভ্যাকসিন নেওয়া থাকলেও মেনে চলতে হবে কোভিড বিধি।