আমদাবাদ: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে গুজরাত (Gujrat)। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তাদের গুজরাট সফর শুরু করেছে। শনিবার রাজকোটে (Rajkot) একটি র‍্যালিতে অংশগ্রহণ করেন মোদি। সেখানের জনসভা থেকেই দেশ নিয়ে একাধিক বার্তাও দেন।                         


কী কী বলেন প্রধানমন্ত্রী?



  • ‘রাষ্ট্রসেবার ৮ বছর পূর্ণ করেছে মোদি সরকার’

  • ‘মাতৃভূমির সেবায় কোনও ফাঁক রাখা হয়নি’

  • ‘মহাত্মা গাঁধীর স্বপ্নের ভারত গড়ে উঠছে’

  • ‘এমন কিছু করিনি, যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়’

  • ‘আজ দেশে চলছে গরিবের সরকার’

  • ‘৬ কোটি পরিবারকে দেওয়া হয়েছে নলবাহিত জল পরিষেবা’

  • ‘৩ কোটি মানুষ পেয়েছেন মাথার উপর পাকা ছাদ’

  • ‘নিখরচায় করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে’

  • ‘আমরা নিরন্তর রাজ্যগুলিকে সাহায্য করে চলেছি' 


 






মোদির কথায়, "যখন জনগণের প্রচেষ্টা সরকারের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়, তখন আমাদের সেবা করার শক্তি বৃদ্ধি পায়। সরকার দরিদ্রদের জন্য কাজ করতে নিবেদিত প্রাণ। জন ধন যোজনা থেকে দরিদ্র মানুষ উপকৃত হয়েছে। কঠিন কোভিড সময়ে, আমরা নিশ্চিত করেছি যে সকলেই যেন টিকা পান। আমরা কৃষক এবং শ্রমিকদের জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দিয়েছি। আমরা দরিদ্রদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থাও করেছি।"