নয়াদিল্লি : সুস্থ হচ্ছেন তিনি । খবর এসেছিল বৃহস্পতিবার। সকলে আশায় বুক বেঁধেছিলেন সুস্থ হয়ে উঠবেন হীরাবেন । তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বৃহস্পতিবার এই তথ্য দিয়েছিল গুজরাত সরকার। কিন্তু শেষরক্ষা হল না। ১০০ বছর বয়সে চলে গেলেন প্রধানমন্ত্রীর ( PM Narendra Modi ) মা। কয়েকদিন আগেই মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আসেন প্রধানমন্ত্রী।
বয়সজনিত অসুস্থতার কারণে শতায়ু হীরাবেনকে (Heeraben Modi) ভর্তি করাতে হয়েছিল হাসপাতালে। তবে তিনি সুস্থ হচ্ছেন বলেই খবর মেলে। গুজরাত সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয় প্রধানমন্ত্রীর মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। হাসপাতাল থেকে ছুটিও পেতে পারেন দিন কয়েকের মধ্যে খবর ছিল এমনটাই। তবে তা আর হল না।
মা-কে নিয়ে রীতিমতো আবেগপ্রবণ ছিলেন প্রধানমন্ত্রী। অতীতে বিভিন্ন অনুষ্ঠানে মা-কে নিয়ে কিছু বলতে গেলেই চোখে জল আসত তাঁর। মাকে হারিয়ে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী। একটি ট্যুইটে তিনি লেখেন, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। তিনি আরও লেখেন, ' মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন। '
শুক্রবার ভোর সাড়ে ৩ টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন। গান্ধীনগরে সেক্টর ৩০-এ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধীনগরে প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদির বাড়িতে আনা হয়েছে হীরাবেনের মরদেহ।