নয়াদিল্লি : প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য নিয়ে ধরা দিয়েছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। সঙ্গে রয়েছে ধর্মীয় বিভিন্ন স্থানও। নৈস্বর্গিক সেই সৌন্দর্যের মহিমা ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রীকেও। উত্তরাখণ্ডের এমন কোন জায়গা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) অবশ্যই ঘুরতে যেতে চান ? নিজেই দেবভূমের পছন্দসই স্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী। 


'X' হ্যান্ডেলে তিনি লেখেন, 'কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন, উত্তরাখণ্ডের এমন কোনও জায়গার নাম বলুন যেখানে আপনি অবশ্যই যেতে চান, তাহলে বলব, রাজ্যের কুমায়ুন অঞ্চলে অবস্থিত পার্বতীকুণ্ড ও যজ্ঞেশ্বর মন্দিরের (Parvati Kund and Jageshwar Temples) কথা। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও স্বর্গীয় সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে।' 


 






তাঁর সংযোজন, 'উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়ার যোগ্য একাধিক জায়গা আছে, আমি বেশ কয়েকবার সে রাজ্যে গেছি। রয়েছে কেদারনাথ ও বদ্রীনাথের মতো পবিত্র স্থান। যেখানকার স্মরণীয় অভিজ্ঞতার কথা মনের মধ্যে রয়ে গেছে। কিন্তু, বেশ কয়েক বছর পর পার্বতীকুণ্ড ও যজ্ঞেশ্বর মন্দিরে ফিরে আসা বিশেষ।' 


দেশের অন্যতম ভক্তিমূলক মন্দির পিথোরাগড়ের পার্বতীকুণ্ড। ৫ হাজার ৩৩৮ ফুট উঁচুতে অবস্থিত এই মন্দিরে ফি বছর বহু হিন্দু ভক্ত হাজির হন। এই জায়গার বিশাল আধ্যাত্মিক মহিমা রয়েছে। বিশ্বাস করা হয় যে, ভগবান শিব ও দেবী পার্বতী এখানে ধ্যান করতেন। তাই শিব-পার্বতীর আশীর্বাদ নিতে হাজার হাজার ভক্ত এখানে জড়ো হন।


বৃহস্পতিবার পিথোরাগড়ে পার্বতীকুণ্ডে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। পবিত্র আদি-কৈলাশের আশীর্বাদ চান তিনি। আধ্যাত্মিক গুরুত্বের জন্য এই জায়গাটি জগৎ জুড়ে বিখ্যাত। সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও নজর কাড়ে। 


এর পাশাপাশি আমোরার যজ্ঞেশ্বর মন্দিরেও যান প্রধানমন্ত্রী । সেখানকার জনপ্রিয় তীর্থযাত্রা ক্ষেত্রে প্রার্থনা করেন। প্রায় ২২৪টি পাথরের মন্দির রয়েছে যজ্ঞেশ্বর ধামে। ৬ হাজার ২০০ ফুট উঁচুতে রয়েছে এই ধাম। সেখানে পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে সঙ্গ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।