নয়াদিল্লি: বাজেট অধিবেশনে (Modi in Budget Session) জবাবি ভাষণে ছত্রে ছত্রে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi in Parliament)। লোকসভা ভোট আসন্ন, তার আগে মোদির মুখে ভোট-প্রসঙ্গ। নির্বাচনের কথা নিয়ে বিরোধীদের কটাক্ষও করলেন তিনি। তাঁর কটাক্ষ, 'ভোটে লড়ার মনোবল হারিয়ে ফেলেছে বিরোধীরা।' তার সঙ্গেই তাঁর সংযোজন, 'বিরোধীদের অবশ্যই জবাব দেবে জনতা'।
এর আগে অন্তর্বতী বাজেট (Interim Budget 2024) বক্তৃতার সময় জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট করার কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তা ভাইরাল হয়েছিল। এদিনও আসন্ন লোকসভা নির্বাচনের (Parliament Election) প্রসঙ্গ তুলে মোদি বলেন, 'বিপক্ষরা আগামী কয়েক দশক বিপক্ষই থাকবে।' আসন্ন নির্বাচনে বিজেপিই জিতবে- ঘুরিয়ে এটাই বললেন প্রধানমন্ত্রী, মনে করছেন অনেকেই।
বিরোধীদের বিরুদ্ধে দেশকে বিভাজনের অভিযোগও তোলেন মোদি (Modi Slams opposition)। তিনি বলেন, 'কিছু হলেই বিভাজনের কথা বলে, আর কতদিন এভাবে চলবে? যাওয়ার আগে ভাল হত যদি কিছু সদর্থক কিছু করত।' তাঁর কটাক্ষ, 'ভোটের রাস্তা পরিশ্রমের, কিছু নতুন তো ভাবতে পারতেন? আর কত দিন সমাজে বিভাজনের চেষ্টা করবেন?'
বিজেপির বিরুদ্ধে INDIA- তৈরি করেছে কংগ্রেস ও অবিজেপি দলগুলি। সেই মঞ্চেও বারবার অন্তর্দ্বন্দ্বের ছবি সামনে এসেছে। একাধিক দল আঙুল তুলেছে কংগ্রেসের বিরুদ্ধে। এদিন জবাবি ভাষণে মোদির (PM Modi Parliament Live) খোঁচা, 'বিরোধীদের বেহাল অবস্থা, কংগ্রেসই এর জন্য দায়ী। ভোটের বছরে এবার অন্তত নতুন কিছু করতে পারত। দেশকে অনেক ভেঙেছেন, আর কতদিন এই রাজনীতি চলবে? নিজেদের দায়িত্ব পালন করতে বিরোধীরা ব্যর্থ।' পরিবারতন্ত্র, পরিবার-নির্ভর রাজনীতির প্রসঙ্গ তুলেও বিরোধীদের নিশানা করেছেন মোদি।
কংগ্রেসের বিরুদ্ধে অন্য় বিরোধী দলের রাস্তা রোখার কথাও বলেছেন মোদি। তাঁর তোপ, 'ওরা ব্যর্থ হয়েছে, বাকি দলগুলিকেও কাজ করতে দেয় না। সংসদ ধ্বংস করেছে, বিরোধীদের ধ্বংস করেছে, দেশকেও। আমি বিশ্বাস করি দেশের শক্তিশালী বিরোধী প্রয়োজন রয়েছে।'
লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছেন বিরোধী দলগুলি। সেখানে কংগ্রেসকে সামনে রেখেই মূলত জোট তৈরি হচ্ছে। একাধিক মিটিংও হয়েছে কিন্তু আসন ভাগাভাগি নিয়ে তৃণমূল, আপ এবং সপার সঙ্গে বারবার কংগ্রেসের দ্বন্দ্বের ছবি সামনে এসেছে। সম্প্রতি বাংলায় জোট-প্রশ্নে কংগ্রেসের হাত না ধরে একা লড়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জোট ভাঙার জন্য কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। এদিন বাজেট অধিবেশনের জবাবি ভাষণে প্রায় সেরকমই সুর কি শোনা গেল মোদির গলাতেও?
আরও পড়ুন: 'মাধ্যমিক পরীক্ষাটা চালায় তৃণমূল...', বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার