নয়াদিল্লি: নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামনবমীর দিন নয়াদিল্লিতে আচমকাই নতুন সংসদ ভবন পরিদর্শনে যান তিনি। বৃহস্পতিবার সন্ধের এই পরিদর্শন বেশ কিছুক্ষণ ধরে চলে। সেখানে কাজ কতটা এগিয়েছে, কী পরিস্থিতিতে রয়েছে গোটা প্রকল্প, সেসব নিয়ে খোঁজ নেন। নির্মাণকর্মীদের সঙ্গেও কথা বলেন নরেন্দ্র মোদি। প্রায় ঘণ্টাখানেক ধরে ওই চত্বরে ঘোরেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।


নতুন সংসদের দুই কক্ষ কেমনভাবে তৈরি হচ্ছে। কী কী সুবিধা রাখা হচ্ছে তা দেখেন তিনি। নতুন যে সংসদ ভবনের কাজ চলছে সেটা গত বছরের নভেম্বরে তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, শীঘ্রই এটি উদ্বোধন হবে। 


 



কী কী তৈরি হচ্ছে:
২০২০ সালের ডিসেম্বরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একাধিক নতুন সুবিধা দিয়ে এই সংসদ ভবন তৈরি করা হচ্ছে। টাটা প্রজেক্ট লিমিটেড এই প্রকল্পটি হাতে পেয়েছে। ২০২০ সালে ৯৭১ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়। তবে পরে এই খরচ আরও বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন সংসদ ভবনে একটি বিশাল বড় আকারের কন্সটিটিউশন হল তৈরি হচ্ছে। ভারতের গণতন্ত্রের ইতিহাস তুলে ধরা হবে তাতে। সাংসদদের জন্য একটি লাউঞ্জ তৈরি করা হবে। একটি লাইব্রেরি থাকবে। আলাদা করে খাবারের জায়গা থাকবে। বিশাল বড় আকৃতির পার্কিংয়ের জায়গাও তৈরি করা হচ্ছে। সেন্ট্রাল ভিস্তা উন্নয়ন প্রকল্পের অধীনে আরও কিছু প্রকল্প হয়েছে। একটি এক্সিকিউটিভ এনক্লেভ তৈরি করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর অফিস (Prime Minister's Office) থাকবে, ক্যাবিনেট সেক্রেটারিয়েট (Cabinet Secretariat), ইন্ডিয়া হাউস (India House), ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট তৈরি হচ্ছে।


সূত্রের খবর, এটাই প্রথম নয়, এর আগেও নতুন সংসদ ভবনের নির্মাণকাজ পরিদর্শনের জন্য সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। 


আরও পড়ুন: 'ভারত সীমান্তে চিনের একাধিক পদক্ষেপ প্ররোচনামূলক', মন্তব্য হোয়াইট হাউস আধিকারিকের