পডকাস্টে প্রধানমন্ত্রী। এই প্রথমবার। এই প্রথমবার নরেন্দ্র মোদিকে দেখা খেল পডকাস্টে। আর সেখানে আলোচনায় উঠে এল তাঁর স্বদেশ চিন্তা থেকে গোধরা প্রসঙ্গ। এমন অনেক কিছু নিয়ে তিনি কথা বললেন, যা নিয়ে আগে তিনি কথা বলেননি। শুক্রবার প্রকাশ্যে আসে এই পডকাস্ট। প্রধানমন্ত্রী মোদি কথা বলেন জিরোদা’র অন্যতম কর্ণধার নিখিল কামাথের সঙ্গে। নানা প্রসঙ্গের মধ্যেই উঠে আসে #Melodi প্রসঙ্গ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'পিপল বাই ডব্লিউটিএফ' সিরিজে কথা বলেন সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ছড়িয়ে পড়া মিম নিয়েও। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বন্ধুত্ব বহুচর্চিত। তাঁদের নিয়ে বিভিন্ন সময় মিমও ভাইরাল হয়েছে। তাঁর মধ্যে সমাজমাধ্যমে খুবই জনপ্রিয় "মেলোডি মিমস"!
তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ইতালি সফরে যান। সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিক সেলফিতে ধরা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু এবার নয়, তাঁদের দুজনকে এর আগেও হালকা মেজাজে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। তাঁদের ছবিগুলিই সোশাল মিডিয়ায় #Melodi নামে চর্চিত। একসময় তো নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন মেলোনি নিজেই । সঙ্গে বলেছিলেন ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম’। এবার ভাইরাল এই মিম নিয়ে মতপ্রকাশ করলেন মোদি। কেমন লাগে তাঁর এই মিমগুলি দেখতে ?
কামাথ প্রধানমন্ত্রীকে "মেলোডি মিমস" সম্পর্কে জানতে চান। বলেন, 'স্যার, লোকজন প্রায়ই বলে যে আপনি ইতালি সম্পর্কে আপনি অনেক কিছু জানেন। আপনি এই সম্পর্কে কিছু বলতে চান? আপনি কি সেই মিমগুলি দেখেননি?" প্রধানমন্ত্রী মোদি জবাবে বলেন, 'ও তো চলতা রেহতা হ্যায় (এ তো চলতেই থাকে)'। তিনি বলেন, তিনি মিম বা সোশ্যাল মিডিয়ার আলোচনায় তিনি অত মন দেন না । প্রধানমন্ত্রী জানান, তিনি ভোজনরসিকও নন। যে দেশেই যান না কেন, আনন্দের করে খান। তিনি আরও বলেন, একটা মেন্যুকার্ড হাতে ধরিয়ে , তাঁকে যদি অর্ডার করতে দেওয়া হয়, সেটা তাঁর পক্ষে খুব কঠিন কাজ হয়। কারণ তিনি ভোজনরসিক নন। তাই কী খাবেন , বুঝে উঠতে পারেন না। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে স্বয়ংসেবক হিসেবে কাজ করার দিনগুলির কথাও বলেছেন। তখন তিনি রেস্তোরাঁয় মেনু থেকে খাবার বাছার জন্য ভরসা করতেন প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির উপর। তিনি মজা করে বলেন, তিনি জানেনও না, মেন্যুতে যে খাবারের উল্লেখ আছে, আর যে খাবার পরিবেশন করা হয়েছে তা একই কি না। 'আমি সবসময় অরুণ জিকে আমার জন্য খাবার অর্ডার করতে বলতাম, আর বলতাম এটি নিরামিষ হতে হবে'।