নয়া দিল্লি : কাল, বৃহস্পতিবার 'আত্মনির্ভর নারীশক্তি সে সংবাদ' অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীনদয়াল অন্ত্যোঃদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন-এর আওতায় থাকা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি। 


প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে মহিলা সেল্ফ-হেল্প গ্রুপের সদস্যদের সাফল্যের কাহিনি ও কৃষকদের জীবনযাপনের মানোন্নয়নের কথা সম্বলিত একটি হ্যান্ডবুক ওই দিন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। 


এর পাশাপাশি পিএম ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ(খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক) প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর ৭ হাজার ৫০০ সদস্যের জন্য ২৫ কোটি টাকা সিড মানি হিসেবে ছাড়া হবে। এছাড়া এই মিশনের আওতায় ৭৫টি ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনকে ৪.১৩ কোটি টাকা দেওয়া হবে।


দীনদয়াল অন্ত্যোঃদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন-এর লক্ষ্য, গ্রামীণ এলাকায় দরিদ্র পরিবারগুলিকে ধীরে ধীরে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় নিয়ে আসা। তাদের আয় ও জীবন-যাপনের মান উন্নয়ন করা। পিএমও-র তরফে বলা হয়েছে, এই মিশনের অধিকাংশটাই প্রয়োগ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেরাই। 


স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কমিউনিটি রিসোর্স পার্সনস হিসেবে কাজ করেন- কৃষি সখী, পশু সখী, ব্যাঙ্ক সখী, বিমা সখী, ব্যাঙ্কিং করসপনডেন্ট সখী হিসেবে। এর পাশাপাশি সচেতনতা বাড়ানোর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে এই মিশন। পারিবারিক হিংসা রোধ, নারীশিক্ষা, লিঙ্গ-বিষয়ক উদ্বেগ, পুষ্টি ও স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে কাজ করবেন তাঁরা।


আগামীকালের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ দফতরের মন্ত্রী গিরিরাজ সিংহ, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী পশুপতি কুমার পরশ, গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ও ফগ্গন সিংহ কুলাসতে। পঞ্চায়েতি রাজ দফতরের প্রতিমন্ত্রী কপিল মরেশ্বর প্যাটেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দফতরের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ প্যাটেল উপস্থিত থাকবেন।


অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেটাই দেখার।