ঢাকা: করোনাকালে প্রায় ১৫ মাস পর, বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’ দিনের সফরে আজ বাংলাদেশ রওনা দেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পৌঁছন মোদি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে পৌঁছনোর পর তিনি সবার প্রথমে সাভারে জাতীয় স্মৃতি সৌধে ১৯৭১-এর যুদ্ধের শহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন।পরে প্রধানমন্ত্রীর ট্যুইট, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা  বহু মানুষের কাছেই প্রেরণা।


বাংলাদেশে পৌঁছনোর পর ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। শেখ হাসিনার সঙ্গে কয়েক মিনিটে দেখা হয় তাঁর।এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি।


বাংলাদেশের মুক্তির ৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দুদিনের বাংলাদেশ সফর মোদির।করোনা ভ্যাকসিনের ১০ লক্ষ ডোজ সঙ্গে নিয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত এখনও পর্যন্ত ৭১ টি দেশকে ভ্যাকসিন সরবরাহ করেছে।


জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি। কিন্তু তাঁর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন। তাৎপর্যপূর্ণভাবে কালই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ৮ দফা বিধানসভা ভোটের প্রথম পর্ব। কাল সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দেবেন মোদি।