নিউ দিল্লি : আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। এবছর অনুষ্ঠানের থিম-'প্রোমোশন অফ বায়োফুয়েলস ফর বেটার এনভায়রনমেন্ট।'
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী "রিপোর্ট অফ দ্য এক্সপার্ট কমিটি অন রোড ম্যাপ ফর ইথানল ব্লেন্ডিং ইন ইন্ডিয়া ২০২০-২০২৫"-এর প্রকাশ করবেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত সরকার E-20 বিজ্ঞপ্তি জারি করছে। যাতে তেলের কোম্পানিগুলিকে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রির নির্দেশ দেওয়া হচ্ছে। এতে ২০ শতাংশ ইথানল রাখার কথা বলা হয়েছে। BIS(ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স) উল্লেখিত উচ্চমানের ইথানল মিশ্রণ E12 ও E15-এর কথা বলা হয়েছে। এর ফলে দেশজুড়ে নির্দিষ্ট সময়ে মিশ্রিত জ্বালানি পাওয়া হবে। এর জেরে ২০২৫ সালের আগে ইথানল উৎপাদনকারী রাজ্য ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ইথানল কনসাম্পশন বাড়বে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী পুণের তিন জায়গায় E 100 বিতরণ স্টেশনের পাইলট প্রোজেক্টের উদ্বোধন করবেন। কথা বলবেন কৃষকদের সঙ্গে। তাঁদের কাছে ইথানল মিশ্রিত পেট্রোল ও কমপ্রেসড বায়োগ্যাস ব্যবহারের অভিজ্ঞতার কথা জানবেন।
প্রসঙ্গত, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। বিশ্বে সবুজায়ন ও প্রকৃতির গুরুত্ব বোঝাতে এই দিনটিকে পালন করা হয়। ১৯৭২ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবসের ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। ১৯৭৪ সালে ঘটা করে এই পরিবশে দিবস পালন শুরু হয়। প্রথমবার আমেরিকায় দিনটি পালিত হয়। যার থিম রাখা হয়েছিল, 'অনলি ওয়ান আর্থ'। স্থির হয়, প্রতি বছর পরিবেশ দিবস পালন করবে বিভিন্ন আয়োজক দেশ। সেই অনুযায়ী শুরু হয় পথা চলা। বিশ্বের বুকে প্রকৃতির অবদান বোঝাতেই এই দিনটি পালন করা হয়। রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে প্রকৃতির অবদান সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে শুরু হয় এই উদযাপন।