নয়াদিল্লি: 'শুধুমাত্র একটি পরিবারের উন্নয়নের জন্য জানপ্রাণ লড়িয়ে দিয়েছে কংগ্রেস', দ্বারকায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পর আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi In Gujarat)। আরও বললেন, 'যদি সব কিছু একটি পরিবারের জন্যই করা হয়, তা হলে দেশের উন্নতির কথা কি কারও মাথায় থাকে? পাঁচ বছর সরকার চালানো ও একের পর এক দুর্নীতি ঢাকতেই ওদের (কংগ্রেস) সমস্ত শক্তি চলে যেত।'
আর যা...
দুর্নীতি প্রশ্নে কংগ্রেসের সমালোচনা তাঁর মুখে নতুন নয়। তবে লোকসভা ভোটের আগে, নিজ রাজ্য গুজরাতে দাঁড়িয়ে এমন বার্তার তাৎপর্য রয়েছে বলে মনে করছেন অনেকেই। রবিবার প্রধানমন্ত্রী বলেন, 'পরিকাঠামোর জন্য যে বাজেট বরাদ্দ থাকত, তা দুর্নীতির মাধ্যমে লুঠ করা হয়েছে।' তাঁর দাবি, দীর্ঘ দিন ধরে দেশ শাসনের ভার থাকলেও সাধারণ মানুষের কাছে সব রকম পরিষেবা পৌঁছে দেওয়ার সদিচ্ছা ও ভাবনা কোনওটাই ছিল না একাংশের। কার উদ্দেশে এই 'আক্রমণ', সেটিও স্পষ্ট করে দেন মোদি।
এই প্রসঙ্গে, 2G দুর্নীতি, কমনওয়েলথ দুর্নীতি, হেলিকপ্টার এবং সাবমেরিন দুর্নীতির কথা মনে করাতে শোনা যায় তাঁকে। প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস দেশের সব রকম প্রয়োজনের সঙ্গে প্রতারণা করেছে।' সেই জায়গায়, গত ১০ বছরে বিজেপি যে ভাবে ভারতের অর্থনীতিকে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তুলেছে, তারও প্রশংসা শোনা যায় মোদির মুখে।
প্রেক্ষাপট...
কয়েক মাস পরেই লোকসভা ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও সেই মতো ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, প্রথম ১০০ জন প্রার্থীর নাম ঘোষণার জন্য শনিবার মিটিং করেছে বিজেপি। আনুষ্ঠানিক ভাবে প্রচারের 'কার্টেন কল' শুরু না হলেও দলের নেতামন্ত্রীদের কথাবার্তায় মোটামুটি সেই মনোভাব স্পষ্ট। ওয়াকিবহাল মহলের মতে, তৃতীয় বার ক্ষমতায় ফেরার জন্য মোদি-সরকার একদিকে যেমন হিন্দুত্বের চেনা কৌশল অনুসরণ করবে, অন্য দিকে তেমনই উন্নয়নের খতিয়ানও পেশ করত থাকবে। পরিকাঠামো খাতে উন্নয়ন এই প্রচারের অন্যতম হতে চলেছে বলে মনে করেন ওয়াকিবহাল মহলের একাংশ। যেমন, অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। হিন্দুত্বের চেনা কৌশলের পাশাপাশি উন্নয়নের বার্তা-ও দেওয়া যাবে এতে। কারণ অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠা ঘিরে এলাকার বিপুল পরিকাঠামোগত উন্নয়নও হয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। সে দিক থেকে উন্নয়নও এবার বিজেপির প্রচার-অস্ত্র হতে পারে।
আরও পড়ুন:সংসার খরচে বৃদ্ধি কত, খেতেই বা কত খরচ, দু’দশকে বিরাট পরিবর্তন ভারতে