নয়াদিল্লি: ক্রমশ এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। অর্থাৎ আরও সরকার গঠন হতে চলেছে কেন্দ্রে। কিন্তু দিল্লিতে সরকার বদলালেও, সাধারণ মানুষের জীবনের কি তেমন কোনও পরিবর্তন ঘটেছে? এই প্রশ্ন নতুন নয়।  কোনও উন্নতি তো দূর, বরং মূল্যবৃদ্ধির জেরে খরচ লাগাতার বেড়েই চলেছে এবং সঞ্চয় তলানিতে এসে ঠেকেছে বলেও দাবি সামনে আসছে। সেই আবহেই গত দুই দশকে সংসার খরচ কত বেড়ে গিয়েছে, তার খতিয়ান সামনে এল। (Consumption Expenditure Survey 2022-23)


কেন্দ্রীয় পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনস্থ  ন্যাশনাল সার্ভে অফিসের (NSSO) তরফে ২০১১-’১২ থেকে ২০২২-’২৩ অর্থবর্ষ পর্যন্ত, গত দু’দশকে সাংসারিক খরচ খরচার সমীক্ষা প্রকাশ  করা হয়েছে। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২২-’২৩ সালে গ্রামীণ এলাকায় গড় হিসেবে প্রত্যেক গৃহস্থের মাসিক  খরচ ছিল ৩ হাজার ৭৭৩ টাকা। শহরাঞ্চলে সংসার চালাতে প্রতি মাসে গড়ে ৬ হাজার ৪৫৯ টাকা করে খরচ হয়। ২০১১-’১২, ২০০৯-’১০ এবং ২০০৪-’০৫ সালে যেখানে গ্রামীণ এবং শহরাঞ্চলের খরচ-খরচার ফারাক ছিল যথাক্রমে ৮৩.৯, ৮৮.২ এবং ৯০.৮ শতাংশ, ২০২২-’২৩ অর্থবর্ষে ব্যবধান কমে হয়েছে ৭৫.৯ শতাংশ। (Monthly Household Expenses)


অর্থাৎ আগে গ্রামে সংসার চালাতে শহরের তুলনায় কম খরচ হতো। এখন গ্রামেও গৃহস্থের খরচ বেড়ে গিয়েছে। গত দুই দশকে গ্রামাঞ্চলে সংসারের খরচ বেড়ে গিয়েছে গড়ে প্রায় ৬ গুণ, শহরের চেয়েও বেশি। ২০২২ সালের অগাস্ট মাস থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়, দেশের অভ্যন্তরীণ গড় উৎপাদন, খুচরো মুদ্রাস্ফীতি এবং দারিদ্রসীমা সম্পর্কে সম্পূর্ণ ভাবে অবগত হতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আরও পড়ুন: Mann Ki Baat: তিন মাস বন্ধ ‘মন কি বাত’, নির্বাচনে জিতে ফিরে আবারও...জানালেন মোদি


কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-’২৩ সালে ভারতের গ্রামীণ জনসংখ্যার একেবারে নিম্নস্তরের ৫ শতাংশের মাসিক গড় খরচ ছিল ১ হাজার ৩৭৩ টাকা, শহরাঞ্চলে তা ২ হাজার ১ টাকা ছিল। গ্রামীণ অঞ্চলে উচ্চবিত্তদের মাসিক গড় খরচ ছিল ১০ হাজার ৫০১ টাকা, শহরে যা ছিল ২০ হাজার ৮২৪ টাকা। দেশের কোন রাজ্যে খরচের বহর সবচেয়ে, তারও তুলনামূলক তালিকা সামনে আনা হয়েছে। সেই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে সিকিম। সেখানে গ্রামাঞ্চলে সংসার চালাতে গড়ে ৭ হাজার ৭৩১ টাকা খরচ হয় গৃহস্থের। শহুরে এলাকায় এই খরচ ১২ হাজার ১০৫ টাকা। তালিকার একেবারে নিচে রয়েছে ছত্তীসগঢ়। সেখানে গ্রামাঞ্চলে সংসার চালাতে প্রতি মাসে ২ হাজার ৪৬৬ টাকা খরচ হয়। শহুরে এলাকায় সেই খরচ ৪৫ হাজার ৪৮৩ টাকা।


শুধুমাত্র খাওয়ার খরচ করত, তারও হিসেব সামনে এসেছে, গ্রামীণ এলাকায় যা মাসে ১ হাজার ৭৫০ টাকা এবং শহরাঞ্চলে ২ হাজার ৫৩০ টাকা। খাবার ছাড়া অন্য খরচ গ্রামাঞ্চলে ২ হাজার ২৩ টাকা, তা ৩ হাজার ৯২৯ টাকা শহরাঞ্চলে।


প্রতি পাঁচ বছর অন্তর দেশের জনসংখ্যার সংসার খরচের গড় হার প্রকাশ করাই দস্তুর। কিন্তু ত্রুটির কথা জানিয়ে ২০১৭-’১৮ সালের পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। শেষ বার ২০১১-’১২ সালে এই সমীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতেই এই প্রথম ভারতীয় নাগরিকদের খাওয়ার খরচে পতন দেখা গেল। ১৯৯৯-২০০০ সাল পর্যন্ত গ্রামীণ ভারতে খাওয়া-দাওয়ার খরচের হার ছিল ৫৯.৪ শতাংশ। ২০২২-’২৩ অর্থবর্ষে তা কমে ৪৬.৩৮ শতাংশ হয়েছে। ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত শহরাঞ্চলে খাওয়ার খরচের হার ছিল ৪৮.০৬ শতাংশ। ২০২২-’২৩ অর্থবর্ষে তা কমে ৩৯.১৭ শতাংশ হয়েছে।


ঠিক কোন খাবারগুলি বেশি কিনছেন ভারতীয়রা, সেই সম্পর্কেও বিশদ তথ্য উঠে এসেছে সমীক্ষায়। দেখা গিয়েছে, চাল-ডাল-গম আর আগের মতো কিনছেন না গ্রামীণ এলাকার গৃহস্থেরা। ১৯৯৯-২০০০ সালে যেখানে চাল-ডাল-গম কেনার হার ছিল ২২ শতাংশ, তা কমে হয়েছে ৪.৯১ শতাংশ।শহরাঞ্চলে এই হার ১২ শতাংশ থেকে কমে ৩.৬৪ শতাংশে নেমে এসেছে। সেই তুলনায় ডিম, মাছ, মাংস, ফল এবং শাক-সবজি বেশি খাচ্ছেন মানুষ জন। তবে শহরের বাসিন্দাদের তুলনায় গ্রামের মানুষ এই সব খাতে বেশি খরচ করেন। ১৯৯৯-২০০০ সালে গ্রামীণ ভারতে এই বাবদ খরচের হার ছিল ১১.২১ শতাংশ, শহরাঞ্চলে খরচের হার ছিল ১০.৬৮ শতাংশ। ২০২২-২০২৩ সালে গ্রামাঞ্চলে এই খাতে খরচ হয় ১৪ শতাংশ, শহরে ১১.১৭ শতাংশ খরচ হয়।


দেশের কোন রাজ্যে জীবনের মান কত, তারও হিসেব তুলে ধরা হয়েছে সমীক্ষায়। দেখা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে সেখানে গ্রামীণ এলাকায় প্রতি মাসের সংসার খরচ ৪ হাজার ৮৭০ টাকা, শহরাঞ্চলে তা ৬ হাজার ৭৮২ টাকা। অর্থাৎ ১ হাজার ৯১২ টাকার ফারাক। পশ্চিমবঙ্গে গ্রামীণ এলাকায় প্রতি মাসের সংসার খরচ ৩ হাজার ২৩৯ টাকা, শহরাঞ্চলে তা ৫ হাজার ২৬৭ টাকা, অর্থাৎ ২ হাজার ২৮ টাকার ফারাক।