Ram Mandir Inauguration LIVE: 'আগামীদিনে গোটা উত্তরপ্রদেশকে অযোধ্যা দিশা দেখাবে' অযোধ্যা থেকে বললেন মোদি

Ram Mandir Opening : ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদি-সফরের প্রতি মুহূর্তের আপডেট এই লিঙ্কে

ABP Ananda Last Updated: 30 Dec 2023 03:17 PM

প্রেক্ষাপট

২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব।...More

Narendra Modi Live: মোদি যা বলে, তা পূরণ করার জন্য সবকিছু করতে পারে: মোদি

'মোদির গ্যারান্টিতে এত শক্তির কারণ, মোদি যা বলে, তা পূরণ করার জন্য সবকিছু করতে পারে। 'এই অযোধ্যা নগরীও মোদির সেই গ্যারান্টির সাক্ষী'