কলকাতা: পাকিস্তানকে পর্যুদস্ত করে দেশজুড়ে প্রচারে প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর বাংলা এবং বিহারে সভা নরেন্দ্র মোদির। ২৯ মে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ৩০ মে বিহার ও কানপুরে জনসভা রয়েছে তাঁর। ওইদিনই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতের বাড়ি যেতে পারেন নরেন্দ্র মোদি।
বাংলা-বিহারে সভা মোদির: আগামী ২৯-এ মে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা। একটি সভা হবে প্রশাসনিক। আর একটি হবে দলের শীর্ষনেতাদের নিয়ে রাজনৈতিক সভা। এরপর ৩০ মে বিহার ও কানপুরে সভা রয়েছে তাঁর। ওইদিনই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কানপুরে শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী।
আগামী বৃহস্পতিবারই নরেন্দ্র মোদি আসছেন পশ্চিমবঙ্গে। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার সকালে সিকিম হয়ে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা। একটি সভা প্রশাসনিক। আর একটি দলের শীর্ষনেতাদের নিয়ে রাজনৈতিক সভা। সভা শেষে রাতেই দিল্লি ফিরে যাবেন নরেন্দ্র মোদি। ভুটান-অসম সীমান্তবর্তী জেলা আলিপুুরদুয়ার। কাছেই হাসিমারায় বায়ুসেনা ছাউনি। সেই সঙ্গেই বর্তমান পরিস্থিতিতে চর্চার কেন্দ্রে চিকেনস নেক, দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স।
রাজনৈতিক বিশ্লষেকদের মতে, এই সব কারণেই বেছে নেওয়া হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডকে। বৃহস্পতিবার ময়দান পরিদর্শন করে এসপিজি। সভার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারা। ক্য়ালেন্ডার অনুযায়ী একবছর দেরি থাকলেও, বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেছে। রাজনৈতিক দলগুলো গা ঘামাতে শুরু করে দিয়েছে। এই আবহে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিশ্চিতভাবেই রাজ্য় রাজনীতির উত্তাপ আরও বাড়াবে।
গতকাল রাজস্থানে গিয়ে পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "সিঁদুর যারা মুছতে বেরিয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা শোধ প্রতিশোধের খেলা নয়, এটাই ন্যায়ের নতুন রূপ, যার নাম অপারেশন সিঁদুর। এটা শুধু আক্রোশ নয়, গোটা ভারতের রুদ্ররূপ, এটাই নতুন ভারতের স্বরূপ। মোদির মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম। মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। পাকিস্তান ভারতের তিলমাত্র ক্ষতি করতে পারেনি। উল্টোদিকে পাকিস্তানের এয়ারবেস ICU-তে চলে গেছে।'