নয়াদিল্লি: অশান্ত সুদানে (sudan) আটকে পড়া ভারতীয়দের (Indian) পরিস্থিতি পর্যালোচনা করতে আজ, শুক্রবার একটি উচ্চপর্যায়ের (High Level Meeting) বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) জানিয়েছিলেন, সুদানের ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এই মুহূর্তে ওই দেশের সেনাপ্রধান আব্দেল ফতাহ অল-বুরান এবং উপ সেনাপ্রধান মহম্মদ হামদান ডাগলোর অনুগামীদের সশস্ত্র সংঘর্ষে উত্তাল পরিস্থিতি। দিকে দিকে হিংসার আগুন জ্বলছে। 


কী পরিস্থিতি?
এই মুহূর্তে সামরিক ও রাজনৈতিক সঙ্কটে টালমাটাল সুদান। রীতিমতো হিংসাত্মক পরিস্থিতি সেখানে। যদিও এই অবস্থায় ঠিক কত জন ভারতীয় সেখানে আটকে রয়েছেন, সেটি স্পষ্ট নয়। ভারতীয় বিদেশমন্ত্রক যে বিষয়টি নিয়ে তৎপর, সে বার্তা অবশ্য় আগেই দেওয়া হয়েছে। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, এই সংক্রান্ত সমস্যাগুলি যাতে আরও ভাল ভাবে মোকাবিলা করা যায় সে জন্য দিল্লিতে এর মধ্যেই বিরতিহীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেখান থেকে সব রকম তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে, জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র। 


কী চলছে সুদানে?
গত সাত দিন ধরে হিংসাত্মক সংঘর্ষে উত্তাল সুদান। দেশের সেনা ও আধাসেনার মধ্যে তুমুল অশান্তি চলছে। নির্বাচিত সরকারের হাতে কবে দেশের শাসনভার তুলে দেওয়া হবে, তাই নিয়েই এই অশান্তির সূত্রপাত। রাজধানী খার্তুমে সংঘর্ষ শুরু হওয়া ইস্তক ভারতীয়-সহ অন্তত ৩০০ জন খুন হয়েছেন। মূলত দেশের শাসনভার নিয়ে সেনা ও আধানসেনার মধ্যে জোরাল লড়াই চলছে। ভারতের তরফে গত কালই সুদানের পরিস্থিত 'অত্যন্ত উত্তেজনাপূর্ণ' বলে মন্তব্য করা হয়েছিল। সঙ্গে এও জানানো হয় যে সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষিত রাখতে সব রকম চেষ্টা করা হচ্ছে। কী ভাবে তাঁদের বের করে আনা যায়, সেই পরিকল্পনাও শুরু হয়েছে। যত ক্ষণ পর্যন্ত তা বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ কী হবে সেই নকশাও তৈরি। পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও নিরন্তর কথা বলে চলেছে ভারত। তবে শেষমেশ কী ভাবে সুদানের ভারতীয়দের উড়িয়ে আনা হবে, তার পুরোটাই নির্ভর করবে সেখানকার পরিস্থিতির উপর, জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তার পরই, এদিন উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।     


আরও পড়ুন:নিয়োগ-দুর্নীতি মামলায় তলব, নিজাম প্যালেসে হাজিরা ভাঙড়ের তৃণমূল নেতার