নয়াদিল্লি: অযোধ্যাজুড়ে সাজ সাজ রব। রামমন্দির উদ্বোধন উন্মাদনা দেশজুড়ে। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী এই অযোধ্যার রামমন্দির উদ্বোধন করবেন। তার আগে ২২ জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ বলে বর্ণনা করলেন নরেন্দ্র মোদি। 


কী বললেন প্রধানমন্ত্রী? 


এদিন মহারাষ্ট্রের সোলাপুরে সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বার্তা দেন, '২২ জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ। ভগবান রাম নিজের মন্দিরে বিরাজ করবেন। কয়েক দশকের যন্ত্রণা দূর হবে। আমি নিয়ম পালন করছি। অত্যন্ত কঠিন ভাবে। আপনাদের আশীর্বাদে ১১ দিনের যে নিয়মবিধি রয়েছে তা যেন পালন করতে পারি। নাসিকের পঞ্চবটির ভূমি থেকে আগেই এই অনুষ্ঠানের সূচনা হয়।'                   


অপেক্ষার প্রহণ গুণছে দেশবাসী। ইতিমধ্য়েই গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামলালার বিগ্রহ। আগামী ২২ জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ। ওই দিনই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নানা প্রান্ত থেকে আসছে আদরের রামলালার জন্য উপহার। সুন্দরবন থেকে ১০১ কেজি মধু পাঠিয়েঠেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজস্থান থেকে এসেছে ঘি। বৃন্দাবন থেকে লাড্ডু, এছাড়াও ভডোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধূপ সহ আরও কত উপহার। রামলালার জন্য আসা উপহারের মধ্যে নজর কেড়েছে ২৪০০ কেজির ঘণ্টা। সীতার জন্মস্থান নেপালের জনকপুরে থেকে অযোধ্যায় পৌঁছেছে অসংখ্য উপহার।                                         


উদ্বোধনের আগে সেজে উঠেছে রাম মন্দির। ফুল দিয়ে সাজানো হচ্ছে মন্দির ও মন্দির চত্বর। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি, ফুল এসেছে কলকাতা থেকেও। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। এদিন অগ্নি উপাসনা হয়। ২১ বৈদিক বিধিতে পুজোর আয়োজন করা হয়। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Loksabha Election 2024: 'ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে তিনটি আসনে জয় সম্ভব,' মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বার্তা মমতার